ETV Bharat / state

Prophet Remarks Row : রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে সোশ্যাল মাধ্যমে উস্কানিমূলক পোস্ট, বেলদায় গ্রেফতার বিজেপি কর্মী

author img

By

Published : Jun 12, 2022, 10:09 PM IST

রাজ্যের অশান্তির বাতাবরণের মধ্যেই উস্কানিমূলক পোস্ট ফেসবুকে এক বিজেপি কর্মীর ৷ আর এই ঘটনায় শনিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (BJP worker arrested for cotroversial post on prophet remarks row in Belda)৷ রবিবার তাঁকে কোর্টে পেশ করা হয়। যদিও এই ঘটনায় পুলিশের একতরফা বিচারের অভিযোগ করছে বিজেপি।

bjp leader arrested
উস্কানিমূলক পোস্টের কারণে গ্রেফতার বিজেপি কর্মী

বেলদা 12 জুন : বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের জেরে দেশের অন্যান্য অংশের সঙ্গে অগ্নিগর্ভ বাংলারও কিয়দংশ। ইসলাম ধর্মাবলম্বীদের অবরোধ-ভাঙচুর, হাঙ্গামায় অশান্ত হাওড়া, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। বাড়ি ভাঙচুর, গাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি রোষ গিয়ে পড়েছে রেলস্টেশনেও ৷ সেখানেও বিক্ষোভ দেখিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করে বেলদায় গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী (BJP worker arrested for cotroversial post on prophet remarks row in Belda)। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে ৷

ধৃত চন্দন জানা এলাকায় বিজেপির কর্মী বলে পরিচিত তিনি। পয়গম্বর বিতর্কের মধ্যেই সোশাল মাধ্যমে তাঁর একটি পোস্টের জেরে শুরু হয় বিতর্ক । তাঁর সেই পোস্টকে কেন্দ্র করে নতুন করে এলাকায় অশান্তি ছড়াতে পারে, এমন আশঙ্কায় ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় । তড়িঘড়ি ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে এবং তাঁকে এদিন কোর্টে পেশ করা হয়েছে।

বিজেপি কর্মীর সোশাল মাধ্যমে এক পোস্টের জেরে ফের বিতর্ক শুরু হয়েছে

পয়গম্বরের বিতর্কে হাওড়ার ধুলাগড়, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় হিংসার প্রতিবাদে সোমবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা । শনিবার বেলদার মতই তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তপ্ত হয়েছিল বেলডাঙ্গা । সেখানকার সুরুলিয়া কলোনি এলাকার এক তরুণী সোশ্যাল মিডিয়া পোস্টে অরাজকতার পরিবেশ সৃষ্টিকারীদের দেশ ছেড়ে চলে যাওয়ার নিদান দেন ৷ সেই পোস্ট ঘিরেই উত্তাল হয়ে ওঠে বেলডাঙা ৷ বিক্ষোভ-প্রতিবাদের আঁচ এতটাই মারাত্মক আকার নিয়েছে, যে বেলডাঙা এবং সংলগ্ন রেজিনগর এবং শক্তিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

আরও পড়ুন : নূপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবি ইমামদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.