ETV Bharat / state

ভোটকর্মী নন, অথচ বুথে স্যানিটাইজার দেওয়ার অভিযোগ, পরিদর্শনে ভারতী ঘোষ

author img

By

Published : Apr 1, 2021, 3:57 PM IST

Updated : Apr 1, 2021, 6:04 PM IST

ভোটকর্মী নিযুক্ত না করে স্থানীয়দের বুথে নিযুক্ত করা, ও ভোটারদের বুথে ঢোকার আগে প্রভাবিত করার অভিযোগ উঠল ডেবরার চকমানু প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী বুথে ৷ বুথ পরিদর্শনে গেলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷

ভোটকর্মী নয় অথচ বুথে স্যানিটাইজ়ার দেওয়ার অভিযোগ, পরিদর্শনে ভারতী ঘোষ
ভোটকর্মী নয় অথচ বুথে স্যানিটাইজ়ার দেওয়ার অভিযোগ, পরিদর্শনে ভারতী ঘোষ

ডেবরা, 1 এপ্রিল : চলছে বিধানসভা নির্বাচন ৷ আজ 30টি বিধানসভা কেন্দ্রে চলছে দ্বিতীয় দফায় নির্বাচন ৷ বিভিন্ন বুথে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্বের ছবি প্রকাশ্যে আসে ৷ তবে বেলা বাড়ার সঙ্গে শুরু হয় বেশ কিছু বুথে হিংসাত্মক কার্যকলাপ চলার অভিযোগ উঠে এসেছে ৷ অভিযোগ উঠেছে, বুথে স্যানিটাইজার দেওয়ার জন্য আশাকর্মী কিংবা আইসিডিএস কর্মীর পরিবর্তে স্থানীয়দের নিযুক্ত করা হয়েছে ৷ তাঁরা ভোটারদের হাতে স্যানিটাইজার দিয়ে প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে ডেবরার চকমানু প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী বুথে ৷ ওই বুথ পরিদর্শনে আসেন ডেবরার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ৷

নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের মধ্যে ভোটার ও ভোটকর্মী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না ৷ তবু অভিযোগ উঠেছে, চকমানু প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী বুথে রয়েছে 2 জন ৷ তাঁরা আশা ও আইসিডিএস কর্মী নন ৷ স্থানীয় এই দু‘জন ভোটারদের হাতে তুলে দিচ্ছে স্যানিটাইজার ও ডিজপোজাল গ্লাভস ৷ এর সঙ্গে তাঁদের কোন দলে ভোট দিতে হবে কিংবা কোন চিহ্নে ভোট দিতে হবে তা বলে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠে৷

পরিদর্শনে এসে ভারতী ঘোষ কী দেখলেন ৷ দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : মোদির ইস্তাহার বাস্তবে রূপ দেওয়ার দাবি ভারতীর

বিষয়টি দেখতে ভারতী ঘোষ যান, সেখানে এবিষয়ে তিনি বলেন, "ভোটদানের সময় বাইরের কাউকে বুথের 100 মিটারের মধ্যে থাকার অনুমতি নেই ৷ আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের ভোটকর্মী হিসেবে নিযুক্ত থাকার কথা ছিল ৷ কিন্তু এখানে এসে দেখছি, তাঁদের পরিবর্তে স্থানীয়দের রাখা হয়েছে বুথে ৷ ভোটকর্মী না হয়েও কিভাবে বুথে ভোটারদের স্যানিটাইজার দিচ্ছেন তা জানা নেই ৷"

তিনি আরও বলেন, "যদি একান্তই স্যানিটাইজার দিতেই হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীকেই এ দায়িত্ব দেওয়া উচিত ছিল ৷ কেন্দ্রীয় বাহিনী যদি না দেয়, তাহলে ভোট কর্মীদের একাজে নিযুক্ত করা উচিত ছিল ৷ কিন্তু তা হয়নি ৷ বুথে ঢোকার মুখেই ভোটকর্মী নন, এমন দু‘জন বসে স্যানিটাইজার দিচ্ছেন ভোটারদের ৷"

Last Updated : Apr 1, 2021, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.