ETV Bharat / state

চন্দ্রকোনা রোডে "বাংলার গর্ব মমতা" কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে

author img

By

Published : Mar 15, 2020, 5:24 PM IST

Updated : Mar 15, 2020, 6:24 PM IST

Banglar gorbo mamata stopped due to conflict in between TMC
চন্দ্রকোনায় গোষ্ঠীদ্বন্দ্বে অনুষ্ঠান বন্ধ বাংলার গর্ব মমতা কর্মসূচি

দলবিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কৃত নয়াবসত সাত নম্বর অঞ্চলের প্রদীপ দণ্ডপাট। তাঁকে বিধায়ক শ্রীকান্ত মাহাত সম্মান জানান বাংলার গর্ব মমতা কর্মসূচি অনুষ্ঠানে ৷ এর জেরেই চন্দ্রকোনা রোডে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন শাসক দলের একাংশ নেতা-কর্মী ৷

চন্দ্রকোনা, 15 মার্চ : চন্দ্রকোনা রোডে "বাংলার গর্ব মমতা" কর্মসূচি ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলবিরোধী কাজ করার "অপরাধে" বহিষ্কৃত নয়াবসত সাত নম্বর অঞ্চলের প্রদীপ দণ্ডপাটকে সম্মান জানান বিধায়ক শ্রীকান্ত মাহাত৷ এতে ক্ষুব্ধ হয়ে দলীয় কর্মীদের একাংশ ঘটনাস্থান ছেড়ে চলে যান। এর জেরে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান ৷

রাজ্য তৃণমূলের নির্দেশে 294টি বিধানসভা কেন্দ্রে চলছে "বাংলার গর্ব মমতা কর্মসূচি" ৷ কর্মসূচির দ্বিতীয় দিনে চলছে দলীয় কর্মীদের নিয়ে স্বীকৃতি সম্মেলন ৷ চন্দ্রকোনা রোডে এই সম্মেলন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়লেন শাসক দলের নেতা-কর্মীদের একাংশ ৷ দলবিরোধী কাজ করায় দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বহিষ্কৃত হন নয়াবসত সাত নম্বর অঞ্চলের তৃণমূল কর্মী প্রদীপ দণ্ডপাট ৷ কিন্তু, রবিবার স্বীকৃতি সম্মেলনে বিধায়ক শ্রীকান্ত মাহাত সেই কর্মীকেই সম্মান জানালে দলের একাংশ ক্ষুব্ধ হন l ঘটনাস্থান থেকে বেরিয়ে যান তৃণমূল নেতা-কর্মীরা ৷ অনুষ্ঠান চলাকালীন একদল কর্মী বাইরে বিক্ষোভ দেখান।

এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক ঘোষের বক্তব্য, ‘‘আমাদের ডেকে দলের বহিষ্কৃত নেতা-কর্মীদের সম্মান জানাচ্ছেন বিধায়ক ৷ প্রতিবাদ করে আমরা চলে যাচ্ছি ৷ বিধায়ক এটা ঠিক করেননি ৷ আমরা দিদির দল করি ৷''

অপরদিকে বিধায়ক শ্রীকান্ত মাহাত বিষয়টি এড়িয়ে যান ৷ বলেন, ‘‘আমাদের দলের কোনও কর্মী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়নি ৷ দলের নির্দেশমতো তালিকা অনুযায়ী তৃণমূল নেতা-কর্মীদের আজ সম্মান জানানো হয়েছে ৷’’

Last Updated :Mar 15, 2020, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.