ETV Bharat / state

Witch Slander Awareness Camp: ঘরে ফিরছেন ডাইনি অপবাদে ঘরছাড়া বৃদ্ধ দম্পতি, কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির চন্দ্রকোনায়

author img

By

Published : Jun 4, 2023, 5:24 PM IST

Witch Slander
ডাইনি অপবাদ

ডাইনি অপবাদে বাড়ি ছাড়া বৃদ্ধ দম্পতি-সহ পরিবার ৷ এই কুসংস্কারের বিরুদ্ধে প্রশাসনের তরফে সচেতনতা শিবির করা হল চন্দ্রকোনায় ৷ ঘর ছাড়াদের ফেরাতেও উদ্যোগী হয়েছে প্রশাসন ৷

ডাইনি সংক্রান্ত কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির চন্দ্রকোনায়

চন্দ্রকোনা, 4 জুন: ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছিল প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে সপরিবারে বাড়ি ছেড়েছিলেন ওই দম্পতি । প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বাড়ি ফেরার আবেদন জানিয়েছিলেন তাঁরা ৷ সেই ঘটনা তুলে ধরা হয়েছিল খবরে ৷ তারপরেই প্রশাসনের আধিকারিকরা পৌঁছলেন ওই গ্রামে । খবরের জেরে প্রশাসনের উদ্যোগে চন্দ্রকোনার জগন্নাথপুর গ্রামে সচেতনতা শিবির-সহ একাধিক কর্মসূচি করা হল শনিবার । ডাইনি সংক্রান্ত কুসংস্কারের বিরুদ্ধে পাঠ দেওয়া হল গ্রামবাসীদের ।

জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামে কিছুদিন আগে প্রত্যেক বছরের মতো শালিক পুজোর আয়োজন করা হয়েছিল ৷ আর সেই শালিক পুজোতেই এলাকার মাতব্বরেরা ওই বৃদ্ধ দম্পতিকে ডাইনি বলে অপবাদ দেয় ৷ আর তারপরেই লাঠি নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামের বেশ কয়েকজন মাতব্বর ৷ ব্যাপক পরিমাণে মারধর করা হয় দম্পত্তিকে । কোনওক্রমে তাঁরা সেখানে থেকে পালিয়ে প্রাণ বাঁচান । শেষমেশ প্রাণভয়ে বৃদ্ধ পরিবার-পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়েই চলে যান অন্যত্র ৷

আত্মীয়-পরিজনদের বাড়ি-বাড়ি ঘুরে বেরানোর পর প্রশাসনের দ্বারস্থ হন বৃ্দ্ধ দম্পতি ৷ এরপরেই শনিবার বিকেলে এলাকায় পৌঁছন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও চন্দ্রকোনা-1 ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা । এলাকার মানুষদের সচেতন করেন তাঁরা। ডাইনি অপবাদ যে কুসংস্কার তা বোঝানো হয় এলাকাবাসীদের ৷ শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে নানান সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথাও জানানো হয় এলাকাবাসীকে । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীকে নিয়ে আলোচনার পর ওই বৃদ্ধ দম্পতি ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

আরও পড়ুন: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার

এ বিষয়ে চন্দ্রকোনা-1 ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, "এখনও এলাকার মানুষের মধ্যে কুসংস্কার রয়ে গিয়েছে । আমরা এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি ৷ খুব তাড়াতাড়ি ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.