ETV Bharat / state

Dev Accused of Corruption: হাইমাস্ট লাইট দুর্নীতির অভিযোগ, দেবের 30% কাটমানির জন্য অন্ধকারে খড়ার পৌরসভা এলাকা !

author img

By

Published : May 3, 2023, 12:49 PM IST

Updated : May 3, 2023, 2:32 PM IST

Dev Accused of Corruption ETV Bharat
হাইমাস্ক লাইট দুর্নীতি দেব

হাইমাস্ট লাইট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভার বিরুদ্ধে ৷ সিপিএম ও বিজেপির অভিযোগ, দেব 30% কাটমানি নিয়েছেন বলেই অন্ধকারে ডুবেছে ওই এলাকা ৷

হাইমাস্ট লাইট দুর্নীতির অভিযোগ

খড়ার, 3 মে: সাংসদ তহবিলের টাকায় পৌরসভার একাধিক ওয়ার্ডে বসানো হয়েছিল হাইমাস্ট লাইট । দীর্ঘ কয়েক মাস ধরে সেই লাইটের অধিকাংশই বিকল হয়ে যাওয়ায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবছে ঘাটালের খড়ার পৌরসভা, অভিযোগ পৌরবাসীর । একে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা । ঘাটালের সাংসদ দেবকে জড়িয়ে পৌরসভা ও শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগে সরব বিজেপি ও সিপিএম ।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভায় দীর্ঘ কয়েকমাস আগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বসানো হয় দেবের সাংসদ তহবিলের টাকায় বেশ কয়েকটি হাইমাস্ট লাইট ও কিছু পথবাতি । অভিযোগ, তার অধিকাংশই কয়েক মাস যেতে না যেতেই বিকল হয়ে পড়েছে, তার ফলেই সন্ধ্যার পর অন্ধকারে ডুবছে খড়ার পৌরসভার একাধিক ওয়ার্ড । এমনকী খড়ার পৌরসভার 8, 9 ও 5 নং ওয়ার্ডের উপর দিয়ে যাওয়া ঘাটাল-আরামবাগ রাজ্য সড়কের কয়েক কিলোমিটার জুড়ে নেই কোনও আলো । ফলে সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে যাতায়াত করতে হয় এলাকাবাসী থেকে পথচলতি মানুষদের ।

পৌরবাসীর অভিযোগ, একাধিক লাইট জ্বলছে না সন্ধ্যার পর ৷ যেগুলি জ্বলছে সেইগুলি দপদপ করছে । তার ফলেই সন্ধ্যার পর আতঙ্কের সৃষ্টি হচ্ছে । দীর্ঘ কয়েকমাস ধরে ওয়ার্ডের কাউন্সিলর থেকে চেয়ারম্যানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । স্থানীয় সিপিএম নেতা দেবব্রত রায় বলেন, "এক-একটি হাইমাস্ট লাইট বসাতে 8 লক্ষ টাকা খরচ হয়েছে ৷ 6 মাস যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে । আমরা বাজার থেকে একশো টাকা দিয়ে একটা বাল্ব কিনলে তার ওয়ারেন্টি থাকে, অথচ এত লক্ষ টাকা করে হাইমাস্ট লাইট বসানো হচ্ছে তার কোনও ওয়ারেন্টি পিরিয়ড নেই । এখানে বড় দুর্নীতি হচ্ছে ৷ তার সঠিক তদন্ত হলে মানুষ সব বুঝতে পারবে ।"

এমনকী তিনি আরও অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমুল নেতাদের বাড়ির সামনে বসানো হয়েছে দু-দুটো করে হাইমাস্ট লাইট ।

এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, খড়ার পৌরসভায় সাংসদ দেবের তহবিলের টাকায় বসানো হয়েছে এই হাইমাস্ট লাইট । যা কয়েক মাসের মধ্যেই বিকল । যেই লাইটগুলি খারাপ হয়ে পড়ে আছে, সেইগুলি ঠিক হচ্ছে না ৷ উলটে আবার 91 লক্ষ টাকা খরচ করে নতুন করে টেন্ডার করে নতুন হাইমাস্ট লাইট বসানো হয়েছে ৷ তাও আবার তৃণমূল নেতার বাড়ির সামনে । প্রায় 8 লক্ষ টাকা খরচ করে এক-একটি হাইমাস্ট লাইট বসানো হয়েছে ৷ আর সেই লাইট সাংসদ দীপক অধিকারীর কাছের এক বন্ধু সাপ্লাই দেন বলে অভিযোগ করেছেন তিনি ।

তাঁর আরও অভিযোগ, "লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রথমে 8টি করে ল্যাম্প দেওয়া হচ্ছে । তারপর কয়েকমাস পর 2-4টে ল্যাম্পে ঠেকছে, তার মধ্যেও অর্ধেক জ্বলছে না । বাকি ল্যাম্পগুলি নামিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন কোম্পানির লাইটের টেন্ডার হল ? আর 8 লক্ষ টাকার এক-একটি হাইমাস্ট লাইট থেকে কত পার্সেন্ট কাটমানি দেববাবুর কাছে আর কত পার্সেন্ট কাটমানি তৃণমূলের কোন নেতার কাছে গিয়েছে, সব তথ্য আমাদের কাছে আছে ৷ যার সঠিক সময়ে তদন্ত হবে ।" তাঁর আরও অভিযোগ, এই 91 লক্ষ টাকা থেকে 30% একাই নিচ্ছেন দেব ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে খড়ার পৌরসভা । অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবি খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুইয়ের ।তিনি বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সমস্ত জায়গায় আলো আছে, আমি সম্পূর্ণ ভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি । এই হাইমাস্ট লাইটগুলির ওয়ারেন্টি পিরিয়ড এখনও আছে ৷ সঠিক সময়ে সেইগুলি ঠিক হবে ।"

আরও পড়ুন: দেবের নামে ঘাটাল জুড়ে পোস্টার, সাংসদের পদত্যাগ দাবি বিজেপির

Last Updated :May 3, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.