ETV Bharat / state

কোরোনা আবহে জন্মভিটেই মোমবাতি জ্বালিয়ে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালন

author img

By

Published : Sep 27, 2020, 4:41 PM IST

200th birth anniversary of Vidyasagar
200th birth anniversary of Vidyasagar

বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর মহাশয় জন্মভূমি বীরসিংহ গ্রামে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারসহ জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধীপতি ও ঘাটাল, দাসপুরের বিধায়কগণ ।

ঘাটাল, 27 সেপ্টেম্বর : কোরোনা আবহের মধ্যেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে তাঁর দ্বিশত জন্মবার্ষিকী পালন হল সরকারিভাবে । আজ 200 টি মোমবাতি জ্বালিয়ে বর্ণপরিচয় স্রষ্টাকে শ্রদ্ধা জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র । মন্ত্রী ছাড়াও শ্রদ্ধা জানান পুলিশ সুপার, জেলা শাসক ও আধিকারিক বৃন্দ ।

গতকাল ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী । বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । যদিও কোরোনা আবহের জন্য সেই অনুষ্ঠান খুব সীমিত ভাবে করা হয়েছে । অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল এবং পুলিশ সুপার-সহ জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি ও ঘাটাল, দাসপুরের বিধায়কগণ ।

প্রথমে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে 200 টি মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । এরপর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও পরে বিদ্যাসাগর লাইব্রেরীতে পৌঁছে যান অতিথিবর্গ । সেখানেও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর বিদ্যাসাগরের তৈরি বিদ্যাসাগর ভগবতী বিদ্যালযে বিদ্যাসাগর ও ভগবতী দেবীর মূর্তিতে মালা দেওয়ার পর অনুষ্ঠানের মূল মঞ্চে পৌঁছে যান অতিথিরা । সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল । তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছে বীরসিংহ গ্রামে । আজ তার সমাপ্তি অনুষ্ঠান ।

মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "আজ থেকে 200 বছর আগে এক দেব শিশু জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের এই বীরসিংহ গ্রামে । বাংলা তথা ভারতের জন্য অবদান রেখে গেছেন তিনি । তাঁর বর্ণপরিচয় থেকে হাতে খড়ি আমাদের । এই কোরোনা আবহের মধ্যেও আমরা তাঁর জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে এসে শ্রদ্ধা জানালাম।"

সরকারিভাবে বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে কোরোনা সংক্রমণ দূরে রেখে । আগামী দিনে আরও সতর্ক ও সচেতন মূলক হয়ে এই ধরনের অনুষ্ঠান পালন করা হবে বলে মত সরকারি আধিকারিক বৃন্দের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.