ETV Bharat / state

Worker Protest : সিএইচপি প্রোজেক্টে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

author img

By

Published : Aug 6, 2021, 10:08 AM IST

Worker Protest
অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

40 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারে গতকাল বিক্ষোভ দেখায় সিএইচপি প্রোজেক্টের এক শ্রেণির কর্মী এবং জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ ৷

পাণ্ডবেশ্বর, 6 অগস্ট: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় ৷ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 16 এপ্রিল থেকে বিনা নোটিশে প্রায় 40 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে ৷ এরই প্রতিবাদে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারে গতকাল বিক্ষোভ দেখায় সিএইচপি প্রোজেক্টের এক শ্রেণির কর্মী এবং জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ ৷

ঘটনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ কর্মীদের একাংশ এবং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে পঞ্চায়েত সদস্য সোমনাথ মণ্ডল জানান, শ্রমিকরা 3 বছর ধরে কাজ করে আসছেন ৷ অথচ শ্রমিকদের না দেওয়া হয় নায্য বেতন না কোনও সামাজিক সুরক্ষা ৷ নেই কোনও পিএফ-ইএসআই সহ অন্যান্য সরকারি সুবিধা । তাও শ্রমিকরা 3 বছর ধরে কাজ করে আসছে । 16 এপ্রিল সকালে কাজে যোগ দিতে এসে তারা দেখে তাদের 40 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বিনা নোটিশে । সোমনাথবাবু বলেন, "বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে অথচ স্থানীয় মানুষদের অন্যায়ভাবে বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে ।"

অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

আরও পড়ুন: দিনভর লাইনে, টিকাকরণ কেন্দ্র বন্ধের কথা অজানা মহীশিলার বাসিন্দাদের

ঘটনার তীব্র প্রতিবাদ করতে গিয়ে তিনি আরও বলেন, "এই ব্যাপারে আমরা কারখানার গেটে বিক্ষোভ দেখালে পুলিশ দিয়ে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হচ্ছে । যদি ম্যানেজমেন্ট শ্রমিকদের কাজ না দেয় তাহলে আমরা 9 অগস্ট পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাব ৷" 10 অগস্ট সিএইচপি বন্ধ করে রাস্তা অবরোধ করারও হুঁশিয়ারি দেন তিনি । যদিও এই ব্যাপারে প্রোজেক্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.