ETV Bharat / state

LPG gas cylinder price hike: উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই

author img

By

Published : Mar 22, 2022, 7:32 PM IST

Tribal people of Durgapur facing problem after LPG gas cylinder price hike
উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই

ফের সিলিন্ডার পিছু দাম বাড়ল 50 টাকা (LPG gas cylinder price hike) ৷ ফলে উজ্জ্বলা যোজনায় পাওয়া গ্যাস সিলিন্ডার ভরার মতো টাকা নেই অনেকেরই ৷ পাতার উনুন, ঘুঁটে আর বাঁশের নলই ভরসা কাঁকসার আদিবাসী পাড়ায় (Tribal people of Durgapur)৷

দুর্গাপুর, 22 মার্চ: আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হল 976 টাকা । মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ কাঁকসাতেও মধ্যবিত্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের (Tribal people of Durgapur) মানুষেরা চরম সমস্যার সম্মুখীন ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সামান্য টাকা দিয়ে ভর্তি সিলিন্ডার এবং রান্নার গ্যাসের ওভেন মিলেছিল । কিন্তু সেগুলি এখন পরিণত হয়েছে ঘরের আবর্জনায় (West Burdwan news)। রান্নার জন্য ভরসা সেই জঙ্গলের শুকনো পাতা, গাছের শুকিয়ে যাওয়া ডালপালা, ঘুঁটে আর উনুন । আদিবাসী সম্প্রদায়ের একাংশের অভিযোগ, ঝড়, বৃষ্টি হলে জোটে না দু‘বেলা খাবার । রাজ্য সরকারের বিনামূল্যে রেশন এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়ার পর তাঁরা ভেবেছিলেন পেটের খিদে মিটবে ৷ সকাল সকাল রান্না করে দিন মজুরের কাজে যেতে পারবেন । কিন্তু বর্তমানে বিনামূল্যে রেশন মিললেও মাসের পর মাস চড়া হচ্ছে গ্যাসের দাম ।

আরও পড়ুন: Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

নামেই উজ্জ্বলা যোজনার গ্যাস, কিন্তু তা কোনও কাজেই লাগে না বলে অভিযোগ আদিবাসী মহিলাদের । তাঁদের বাঁশের নলে ফুঁ দিয়ে উনুন ধরাতে হয় । শুকনো পাতার উপর নির্ভর করে থাকতে হয় ৷ তবে উজ্জ্বলা যোজনায় পাওয়া গ্যাস সিলিন্ডার ভরার এত টাকা তাঁদের কাছে নেই ।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর কেন্দ্রীয় সরকারকেই একহাত নিয়েছেন ৷ অবিলম্বে দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি ৷ নইলে উজ্জ্বলা যোজনায় স্বল্প অর্থে গ্যাস দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প ব্যর্থ হবে বলে ধারণা বিদবিহারের মানুষের ।

আরও পড়ুন: LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.