ETV Bharat / state

অভিনেত্রী থেকে ঘরের মেয়ে, নেত্রী সায়নীকে চাইছে আসানসোল

author img

By

Published : May 9, 2021, 10:58 PM IST

আসানসোলের হৃদয়ে সায়নী
আসানসোলের হৃদয়ে সায়নী

সায়নীকে দক্ষিণ আসানসোল থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে আসানসোলের রাজনীতি মহলে বিস্তর আলোচনাও হয় ৷ সোশাল মিডিয়ায় ভেসে আসে একাধিক কটূক্তি ৷ এমনকি তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সায়নীকে প্রার্থী করায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের একাংশও ৷ দাবি ওঠে প্রার্থী প্রত্যাহারের ৷

আসানসোল, 9 মে : নির্বাচনে হেরে গিয়েছেন ৷ ফিরেছেন কর্মস্থল কলকাতায় ৷ তবে আসানসোলবাসীর মনে ধরেছে সায়নীকে ৷ এমনকি একসময় তাঁকে প্রার্থী করা নিয়ে তৃণমূলেই যাঁরা বিক্ষুদ্ধ হয়েছিলেন, তাঁরাও একমাসের মধ্যেই সায়নীকে আপন করে নিয়েছেন ৷

বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িক পড়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে ৷ শাসক দল ছেড়ে যেমন বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক নেতা-নেত্রী, তেমনই শাসক দলেও যোগ দেন একাধিক কলাকুশীলবরা ৷ এই সময় কার্যত সবাইকে চমকে দিয়ে তৃণমূলে যোগ দেন একদা বাম মতাদর্শে বিশ্বাসী অভিনেত্রী সায়নী ঘোষ ৷ তাঁকে তৃণমূলে যোগ দিতে দেখে কার্যত হতবাক হয়ে যান তাঁর সহকর্মী আরেক বাম মতাদর্শে বিশ্বাসী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সায়নীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷

সায়নীকে দক্ষিণ আসানসোল থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে আসানসোলের রাজনীতি মহলে বিস্তর আলোচনাও হয় ৷ সোশাল মিডিয়ায় ভেসে আসে একাধিক কটূক্তি ৷ এমনকি তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সায়নীকে প্রার্থী করায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের একাংশও ৷ দাবি ওঠে প্রার্থী প্রত্যাহারের ৷

তবে দমে যাননি সায়নী ৷ নিজের অভিনেত্রী ইমেজ সরিয়ে রেখে, আসানসোলের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি ৷ আপন করে নেন দলের বিক্ষুদ্ধ নেতা-নেত্রীদেরও ৷ কখনও ঝড়-জলের মধ্যে আবার কখনও স্থানীয় মহিলাদের সঙ্গে মিলেমিশে প্রচার করেন তিনি ৷ সভামঞ্চেও সুবক্তা সায়নী একাধিক নেতা-নেত্রীর মন জয় করে নেন ৷ আসানসোলের মাটির মানুষ হয়ে ওঠেন অভিনেত্রী ৷

আসানসোলের হৃদয়ে সায়নী

বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে হেরে যান তিনি ৷ তবে তাঁকে আপন করে নেন দলের কর্মী-সমর্থক ও আসানসোলের সাধারণ মানুষ ৷ সায়নীর ম্যাজিকে মন গলে দলের বিক্ষুদ্ধ নেতা-নেত্রীদেরও ৷ যাঁর একসময় সায়নীকে চাই না স্লোগান তুলেছিলেন, তাঁরাই সায়নীকে আসানসোলে ফেরানোর জন্য দলনেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন ৷ দাবি ওঠে আসানসোলে দলের কোনও একটি পদের দায়িত্ব দেওয়া হোক সায়নীকে ৷ যেন তেন প্রকারেণ নেত্রী সায়নীকে চাইছেন তাঁরা ৷

আরও পড়ুন : "জয় শ্রী রাম" নিয়ে "টুইটার-যুদ্ধ" তথাগত-সায়নীর

তবে সায়নীর ম্যাজিক শুধু মাত্র তাঁর দলের মধ্যে সীমাবদ্ধ নেই ৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলও তাঁর লড়াইয়ে অভিভূত ৷ বলছেন আসানসোলের উন্নয়নে সায়নীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান ৷ নির্বাচনে হেরেছেন ঠিকই, তবে সায়নী আছে আসানসোলের হৃদয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.