ETV Bharat / state

চুল-দাড়ি না কাটার প্রতিজ্ঞা ভাঙলেন 3 BJP কর্মী

author img

By

Published : Jun 23, 2019, 9:42 PM IST

এলাকায় BJP না জিতলে চুল-দাড়ি না কাটার প্রতিজ্ঞা নিয়েছিলেন তিন দলীয় কর্মী । আজ তা কেটে ফেলার নির্দেশ দেন সাংসদ এস এস আলুওয়ালিয়া । আজ এক জনসভায় তাদের সম্মানও জানান তিনি ।

ssaluwalia

দুর্গাপুর, 23 জুন : পঞ্চায়েত নির্বাচনে মেলেনি জয় । তাই প্রতিজ্ঞা ছিল যতদিন না এলাকায় BJP জিতছে, ততদিন তাঁরা চুল-দাড়ি কাটবেন না । শেষমেশ লোকসভা নির্বাচনে দলের জয়ের হাত ধরেই ইতি হল তিন BJP কর্মীর সেই প্রতিজ্ঞার । শক্তি বাউরি, নাড়া বাউরি ও অজিত ঘোষ নামে ওই তিন কর্মীকে আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়া চুল-দাড়ি কেটে ফেলার নির্দেশ দেন । পাশাপাশি তাঁদের মালা পরিয়ে সম্মানও জানান তিনি ।

গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় শাসকদলের অত্যাচারে প্রার্থী দিতে পারেনি BJP । এমনকি BJP কর্মীদের অনেকে ভোটও দিতে পারেননি । তারপর বুদবুদ থানা এলাকার চাকতেঁতুল গ্রামের তিনজন BJP কর্মী প্রতিজ্ঞা করেছিলেন যে, এই এলাকায় যতদিন না BJP জিতছে, ততদিন তাঁরা চুল-দাড়ি কাটবেন না । শেষমেশ লোকসভা নির্বাচনে এসেছে জয় । আর তাই আজ গ্রামে এসে নিজের দলের কর্মীদের প্রতিজ্ঞা ভাঙার নির্দেশ দিলেন এস এস আলুওয়ালিয়া । নির্বাচনে জেতার পর এই প্রথম এলাকায় বিজয় মিছিলে যোগদান করেন তিনি ।

মিছিল শেষে গ্রামে একটি জনসভাও করেন এস এস আলুওয়ালিয়া । জনসভাতেই তিনি ওই তিন BJP কর্মীকে সম্মান জানান । যদিও এব্যাপারে বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সমরেশ ব্যানার্জি বলেন "BJP এখন তৃণমূলকে বদনামের চেষ্টা করছে । ওরা চটকদারি রাজনীতি করছে । তৃণমূল মানুষের সাথে ছিল, আছে আর থাকবে ।"

Intro:গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল টিএমসি এর অত্যাচারে প্রার্থী দিতে পারেননি এবং ভোট দিতেও পারেননি এমন অভিযোগ তুলে বুদবুদ থানা এলাকার চাকতেঁতুল গ্রামের তিনজন বিজেপি কর্মী প্রতিজ্ঞা করেন এই এলাকায় বিজেপি যতদিন না জিতছে তারা চুল দাঁড়ি কাটবেন না।শেষমেশ লোকসভা নির্বাচনেই এসেছে জয়।আর তাই আজ এই গ্রামে এসে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি র সাংসদ এস এস আলুওয়ালিয়া এই তিনজনকে এবার চুল দাঁড়ি কেটে ফেলার নির্দেশের পাশাপাশি তাদের কে মালা পরিয়ে সম্মানিত করলেন।তার সাথে সাথে বিজয় উৎসব পালিত হল গ্রামজুড়ে।

নির্বাচনে নিজের এলাকায় জেতার পর এই প্রথম গলসি এক নম্বর ব্লকের বুদবুদ থানার চাকতেতুল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিলে যোগদান করলেন বর্ধমান দুর্গাপুর লোকসসভা কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী এস এস আলুওয়ালিয়া।
এদিন ওই এলাকায় একটি বিশাল মিছিল বের হয় । মিছিল শেষে গ্রামে একটি জনসভাও করেন তিনি। জনসভা থেকে তিন ব্যক্তিকে সন্মান জানান তিনি। জানা গেছে ওই এলাকার তিন ব্যক্তি শক্তি বাউরি,নাড়া বাউরি ও অজিত ঘোষ এই তিন ব্যক্তি পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে না পেরে স্থির করেন তারা বিজেপি না জেতা পর্যন্ত নিজের চুল দাড়ি কাটবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেই মত বিজেপি ভোটে জেতার পর আজ ওই তিন জনকে সন্মান জানান ও তাদের নির্দেশ দেন।যদিও বর্ধমান জেলা যুব টিএমসি র সম্পাদক সমরেশ ব্যানার্জ্জী বলেন "" এই এলাকায় বিজেপি র পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে।এরা ভোট না দিলে কি করে পঞ্চায়েতে জিতল?এরা চটকদারী রাজনীতি করছে।টিএমসি মানুষের সাথে ছিল,আছে আর থাকবে।""Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.