ETV Bharat / state

Pandabeswar Sweet Shop: ক্যাশ বাক্স ফাঁকা ! রাগে মিষ্টিতে ডিটারজেন্ট মিশিয়ে দিল চোর

author img

By

Published : Jul 7, 2022, 7:40 AM IST

দোকানে ঢুকে চুরি করার মতো কিছু না পেয়ে রাগে মিষ্টিতেই ডিটারজেন্ট পাউডার মিশিয়ে চম্পট চোরেদের ৷ নষ্ট হয়েছে 10 হাজার টাকার মিষ্টি (Pandabeswar Sweet Shop Incident) ৷

Sweet Shop
মিষ্টির দোকানে চুরি করতে এসে মিষ্টিতে ডিটারজেন্ট মেশালো চোর

দুর্গাপুর, 7 জুলাই: মিষ্টির দোকানে মিষ্টি নয়, টাকা চুরি করতে এসেছিল একদল চোর ৷ তা না পেয়ে রাগে মিষ্টিতে ডিটারজেন্ট মিশিয়ে পালাল তারা ৷ নষ্ট হয়েছে প্রায় 10 হাজার টাকার মিষ্টি ৷ মঙ্গলবার রাতে পাণ্ডবেশ্বর থানার স্টেশন রোডে ঘটনাটি ঘটেছে (Pandabeswar Sweet Shop Incident) ৷

সূত্রের খবর, পাণ্ডবেশ্বর স্টেশন রোডে একটি মিষ্টির দোকানে চুরি করার উদ্দেশ্যে হানা দেয় কয়েকজন চোরের একটি দল । দোকানের তালা ভেঙে 2টি গ্যাস ভর্তি সিলিন্ডার, 5টি তেল ভর্তি টিন নিয়ে চম্পট দেয় তারা । একই সঙ্গে নগদ টাকা না পেয়ে দোকানে রাখা সমস্ত মিষ্টির মধ্যে ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দেয় ।

মিষ্টিতে ডিটারজেন্ট মিশিয়ে দিল চোর

আরও পড়ুন: শিশু-চোর সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

দোকান মালিক জয়ন্ত লাহা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন তিনি । সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা ৷ ভিতরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে । দোকানের গ্যাস সিলিন্ডার ও তেলের টিন-সহ বেশ কিছু জিনিস নিয়ে চোরেরা চম্পট দিয়েছেন বলে অভিযোগ । টাকা না পেয়ে ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে প্রায় 10 হাজার টাকার মিষ্টিও নষ্ট করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.