ETV Bharat / state

দামোদরের অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগহীন তিন জেলার প্রান্তিক অঞ্চল

author img

By

Published : May 30, 2021, 6:34 PM IST

সেতু ভেঙে যাওয়ায় ঘুরপথে ডিসেরগড় সেতু দিয়ে অথবা রানিগঞ্জের কাজে মেজিয়া সেতু দিয়ে পারাপার করতে হবে । যার অতিরিক্ত দুরত্ব 40 থেকে 50 কিলোমিটার ।

ভাঙল দামোদরের অস্থায়ী সেতু
ছবি

হিরাপুর, 30 মে : দামোদরের অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগহীন তিন জেলার প্রান্তিক অঞ্চল ৷ যশের প্রভাবে দামোদরের জল বেড়ে ভেঙে গেল বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মধ্যে সংযোগকারী বাঁশের সেতু ।

পশ্চিম বর্ধমানের হিরাপুর ও বাঁকুড়ার শালতোড়া ব্লকের মধ্যে এই সেতু ছিল দামোদরের উপরে । এই সেতু দিয়ে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার প্রান্তিক অঞ্চলের মানুষজন যাতায়াত করতেন । কিন্তু সেতু ভেঙে যাওয়ায় ঘুরপথে ডিসেরগড় সেতু দিয়ে অথবা রানিগঞ্জের কাজে মেজিয়া সেতু দিয়ে পারাপার করতে হবে । যার অতিরিক্ত দুরত্ব 40 থেকে 50 কিলোমিটার ।

অনেকে ঝুঁকি নিয়ে রেল সেতু দিয়েই পারাপার করছেন । তবে মাঝপথে ট্রেন এলে বিপদ । এই বাঁশের সেতু দিয়ে বাঁকুড়া জেলার প্রচুর দরিদ্র চাষি সবজি বিক্রি করতে বার্নপুরে আসতেন । সেতু ভেঙে যাওয়ায় তাঁরা রুজিহীন হয়ে পড়েছেন । পাশাপাশি কর্মসূত্রেও অনেকে আসতেন এ-দিকে । তারাও দিশেহারা । পাকা সেতুর দাবি উঠছে। যুব তৃণমূলের পক্ষ থেকে বিষয় মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.