ETV Bharat / state

Suvendu Slams TMC: বাইরের রাজ্যে নিয়ে গেলেই মুখ খুলবেন পার্থ-কেষ্টরা, দাবি শুভেন্দুর

author img

By

Published : Jan 21, 2023, 5:53 PM IST

Updated : Jan 21, 2023, 7:19 PM IST

শনিবার শিল্পশহর দুর্গাপুরে শুরু হল বিজেপির কার্যকারিণী বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দিতে সেখানে এদিন হাজির হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট বিজেপি নেতারা ৷

BJPs Meeting
বিজেপির বৈঠক

বাইরের রাজ্যে নিয়ে গেলেই মুখ খুলবেন পার্থ-কেষ্টরা, দাবি শুভেন্দুর

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 21 জানুয়ারি: বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতারা এই রাজ্য়ের সংশোধনাগারগুলিতে বিশেষ সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার পশ্চিম বর্ধমানের শিল্পশহর দুর্গাপুরে (Durgapur) বসে তাঁর দাবি, ‘‘এঁদের বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে, না হলে এঁরা মুখ খুলবেন না ৷’’ এদিন দুর্গাপুরে শুরু হয়েছে বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠক (BJPs Meeting) ৷ সেই বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত জুলাইয়ের শেষ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) গ্রেফতার হন ৷ পার্থর বিরুদ্ধে এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক তৃণমূলের মানিক ভট্টাচার্যও গ্রেফতার হয়েছেন ৷ তাঁকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৷ শনিবার গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষ ৷ অন্যদিকে গরুপাচার মামলার গ্রেফতার হয়েছেন বীরভূমে শাসক দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷

এঁদের এই রাজ্যের সংশোধনাগারগুলিতে বহাল তবিয়তে রাখা হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ এদিন তিনি বলেন, ‘‘জেলে বসে পার্থ চট্টোপাধ্যায়কে বেলের মোরব্বা খাওয়ানো হচ্ছে ৷ চোর কেষ্টকে অষ্টমীর দিন লুচি আর দশমীর দিন খাওয়ানো হচ্ছে পাঁঠার মাংস ৷ চুল দাড়ি কেটে এমনভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে না এরা চোর । মনে হচ্ছে এরা কারও বাড়ির জামাই ।’’ আর সেই কারণেই এই অভিযুক্তদের অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেরার পক্ষে সওয়াল করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

BJPs Meeting
বিজেপির বৈঠক

প্রসঙ্গত, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে বিস্তর টালবাহানা চলছে ৷ একবার আদালতের অনুমতিও জোগাড় করে ফেলে ইডি (ED) ৷ তার পরও রাজ্য পুলিশ অন্য একটি মামলায় অনুব্রতকে গ্রেফতার করায় ফের বিষয়টি নিয়ে জল গড়িয়েছে আদালতে ৷ তা এখনও নিষ্পত্তি হয়নি ৷ তার মধ্যে শুভেন্দুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ প্রসঙ্গে বলেন, ‘‘এই চক্রের সঙ্গে জড়িত ভাইপো র‍্যাকেট । সেই অফিস থেকে তৃণমূলের একজন মোটা আইনজীবী বুঝিয়ে দেন অভিযুক্তদের । এদের অন্য রাজ্যে নিয়ে যেতে হবে । শারীরিক অত্যাচার নয়, পুলিশি হেফাজতে রাখলেই মুখ খুলে দেবে ।’’

আরও পড়ুন: বাংলা অসুর মুক্ত হোক, দুর্গাপুরের ভিড়িঙ্গী কালীর কাছে প্রার্থনা সুকান্ত

Last Updated : Jan 21, 2023, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.