ETV Bharat / state

Subhas Sarkar slams State: 'রাজ্য সরকার সত্য আড়াল করছে !' অভিযোগ কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর

author img

By

Published : Apr 8, 2023, 8:20 PM IST

Subhas Sarkar slams State Government for Hiding the Truth about different incidents
দুর্গাপুরে সুভাষ সরকার

বাংলার তৃণমূল সরকার নানা ঘটনায় সত্য গোপন করছে ! দুর্গাপুরে এসে কেন একথা বললেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ?

সুভাষের নিশানায় রাজ্য

দুর্গাপুর, 8 এপ্রিল: রাজ্য় সরকারের বিরুদ্ধে সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ শনিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ সেখান থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন সুভাষ ৷ তাঁর অভিযোগ, যেদিন থেকে রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই তারা সত্যের অপলাপ করে আসছে ! এই মর্মে বহু বছর আগে ঘটে যাওয়া পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের অবস্থান নিয়েও ক্ষোভ উগরে দেন সুভাষ ৷

উল্লেখ্য, সম্প্রতি রামনবমীর শোভাযাত্রা নিয়ে অশান্তি ছড়ায় রাজ্যের একাধিক জায়গায় ৷ উৎসবের আবহে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ৷ সেই ঘটনাগুলির পর বিজেপির প্রতিনিধিদলকে উপদ্রুত এলাকায় ঢুকতে দেওয়া হয়নি ৷ পুলিশ তাদের মাঝপথেই আটকে দেয় ৷ তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় ৷ কিন্তু, তৃণমূলের নেতা-কর্মীদের সেই সমস্য়ায় পড়তে হয়নি বলে দাবি করা হচ্ছে ৷ এদিন এই বিষয়টি নিয়েই সুভাষকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷

প্রশ্নের জবাব সুভাষ বলেন, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ! তাই তথ্যগোপন করা হচ্ছে ! বিজেপির প্রতিনিধিদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ বলা হচ্ছে, ওই সমস্ত এলাকায় না কি 144 ধারা জারি করা হয়েছে ৷ অথচ, শাসক শিবিরের নেতারা সেখানে যাচ্ছেন ! এমনটা কখনই হতে পারে না ৷ তাছাড়া, 144 ধারা কার্যকর করারও কিছু নিয়ম আছে ৷ রাজ্য সরকার তা মানছে না বলেও অভিযোগ করেছেন সুভাষ ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির জের, রিষড়ায় নিযুক্ত সার্কেল ইন্সপেক্টর

কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, যেদিন থেকে তৃণমূলের সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই এই ধরনের অনিয়ম চলছে ৷ কারণ, এই সরকার দুর্নীতিগ্রস্ত ! মানুষের কাছে মুখ দেখানোর মতো অবস্থা নেই তাদের ! সেই কারণেই তারা নানা জায়গায় বিরোধীদের আটকানোর চেষ্টা করছে ৷ তা না হলে প্রকৃত সত্য সামনে চলে আসবে এবং তাতে সরকার পক্ষ আরও বেকায়দায় পড়বে ! সুভাষ অন্তত এমনটাই মনে করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.