ETV Bharat / state

ADDA rehabilitation programme : শ্রীপুর ছাতিমডাঙার ধসপ্রবণ এলাকাবাসীর হাতে নতুন বাড়ির চাবি

author img

By

Published : Nov 28, 2021, 7:33 AM IST

দীর্ঘদিনে দাবি পূরণ করল রাজ্য সরকার ৷ ইতিমধ্যে আসানসোলের ছাতিমডাঙার ধস কবলিত এলাকার 5 জন উপভোক্তা মুখ্যমন্ত্রীর হাত থেকে বাড়ির চাবি ও সার্টিফিকেট পেয়েছেন ADDA rehabilitation programme ৷ বাকি 155 জনও নতুন ঠিকানা পেলেন ৷

Chatimdanga 160 beneficiaries got new house
ছাতিমডাঙার উপভোক্তা হাতে পেলেন নতুন বাড়ির চাবি, সার্টিফিকেট

আসানসোল, 28 নভেম্বর : বাড়ির চাবি ও সংশাপত্র তুলে দেওয়া হল 155 জন উপভোক্তার হাতে ৷ সব মিলিয়ে আসানসোলেনর শ্রীপুর ছাতিমডাঙার ধসপ্রবণ এলাকার 160 টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করল এডিডিএ Asansol Durgapur Development Authority ৷ শনিবার একটি অনুষ্ঠানে রাজ্যের পূর্ত এবং আইন মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় 20 জনের হাতে নতুন বাড়ির চাবি ও সার্টিফিকেট তুলে দেন Sripur Chatimdanga beneficiaries get new house ৷

আইনমন্ত্রী মলক ঘটক বলেন, "আমাদের এই অঞ্চল অত্যন্ত ধসপ্রবণ ৷ সেই জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত্র দ্রুততার সঙ্গে তাঁদের অন্য জায়গায় নিয়ে যাওয়া, ঘর তৈরি করে দেওয়ার কাজগুলো করা হচ্ছে ৷" তিনি জানান ইতিমধ্যে 5 জন উপভোক্তা মুখ্যমন্ত্রীর হাত থেকে বাড়ির চাবি, সার্টিফিকেট পেয়েছেন ৷ আরও 155 জনকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে 20 জনকে বাড়ির চাবি, সার্টিফিকেট দেওয়া হবে ৷ মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে মেনে নেন ছাতিমডাঙা গ্রামটি ধবপ্রবণ হওয়ায় বাসিন্দারা রাতে শুতে যাওয়ার আগে ভাবতেন কখন বাড়িটা ধসে যাবে ৷

শ্রীপুর ছাতিমডাঙার ধস কবলিত এলাকার 160 জন উপভোক্তাকে দেওয়া হল নতুন বাড়ির চাবি ও সার্টিফিকেট

আরও পড়ুন : Road Collapsed due to Landslip : রানিগঞ্জে ধসে দু'ভাগ রাস্তা, আতঙ্কে দিন গুনছে গ্রামবাসী

এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানিয়ে আশ্বাস দেন যেমন যেমন কাজ এগোতে থাকবে, তেমন ভাবে উপভোক্তাদের জন্য ব্যবস্থা করা হবে ৷ দীর্ঘ দিন ধরে আসানসোল রানিগঞ্জে ধস কবলিত এলাকাবাসীর পুনর্বাসনের দাবি উঠেছিল । এই এলাকায় প্রায় 70 হাজার মানুষ বাস করেন ।

প্রাক্তন বাম সাংসদ হারাধন রায়ের সুপ্রিম কোর্টে করা মামলা অনুযায়ী কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয় কয়লা মন্ত্রকের পক্ষ থেকে ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে । এর জন্য প্রয়োজনীয় টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং এই কাজের তদারকি করবে রাজ্য সরকারের 'আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ' বা এডিডিএ ।

বহু দিনের টালবাহানার পর এই প্রথম 160 জন মানুষ নতুন ঘর পেলেন । এবার বাকি মানুষেরা কখন নতুন বাড়ি পায়, সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.