ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় দুর্গাপুরের 43টি ওয়ার্ডে  সোডিয়াম হাইড্রোক্লোরাইড

author img

By

Published : Apr 6, 2020, 7:07 PM IST

কোরোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে দুর্গাপুরের 43 টি ওয়ার্ডে ছড়ানো হল সোডিয়াম হাইড্রোক্লোরাইড ৷ দুর্গাপুর নগরনিগম ও দমকল বিভাগের যৌথ উদ্যোগে বাজারসহ জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত করার জন্য এই কাজ করা হয় ।

sodium-hydrocloriad-are-spread-to-prevent-corona-infection-in-durgapur-west-burdwan
কোরোনা মোকাবিলায় দুর্গাপুরের 43 টি ওয়ার্ডে ছড়ানো হল সোডিয়াম হাইড্রোক্লোরাইড

দুর্গাপুর ,6 এপ্রিল : কোরোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে দুর্গাপুরের 43টি ওয়ার্ডে এবার ছড়ানো হল সোডিয়াম হাইড্রোক্লোরাইড ৷ দুর্গাপুর নগরনিগম ও দমকল বিভাগের যৌথ উদ্যোগে বাজারসহ জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত করার জন্য এই কাজ করা হয় । তবে, দমকলবিভাগ নির্দেশিকা জারি করেছে, শুধুমাত্র সরকারি জায়গাগুলি ছাড়া আর কোথাও এই কাজ করতে যেতে পারবেন না । আজ বিকালে জরুরি আলোচনায় বসতে চলেছে দমকলদপ্তর ও পৌরসভা ৷ জানালেন দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্যদপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি ।

দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে আগামী কয়েকদিন 43টি ওয়ার্ডের বাজার ও জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে ৷ দমকলবিভাগের সহায়তায় কাজ শুরু হয়েছে রবিবার থেকে । আজ দমকলের সহায়তায় বেনাচিতি বাজারের প্রান্তিকাতে শুরু হয় জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করার কাজ ৷ প্রায় সাড়ে 4 কিলোমিটার রাস্তার দুপাশে এই রাসায়নিক স্প্রে করা হয় । স্বাস্থ্যদপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন 2 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, কাউন্সিলর মধুসূদন মণ্ডল এবং বণিকসভার প্রতিনিধিরা ।

রাখি তিওয়ারি বলেন, " আমরা 43টি ওয়ার্ডে এই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করার উদ্যোগ নিয়েছি । কিন্তু দমকলবিভাগ জানিয়েছে শুধুমাত্র সরকারি দপ্তর ও সরকারি কার্যালয়গুলি ছাড়া আর কোথাও দমকলবিভাগকে দিয়ে এই কাজ করানো যাবে না । আমরা আজ বিকেলে কমিশনারকে নিয়ে দমকল দপ্তরের সাথে বৈঠকে বসতে চলেছি । অনুরোধ জানাব, দুর্গাপুরের 43টি ওয়ার্ডে যে কাজ গতকাল থেকে শুরু হয়েছে তা যেন সম্পন্ন করা যায় । "

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.