ETV Bharat / state

Saumitra Khan on Narendra Modi: 'নরেন্দ্র মোদিই আধুনিক যুগের স্বামীজী !' দাবি বিজেপি সাংসদের

author img

By

Published : Jan 12, 2023, 8:18 PM IST

Updated : Jan 12, 2023, 9:58 PM IST

এবার নরেন্দ্র মোদির সঙ্গে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করে বসলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan on Narendra Modi) ! কী বললেন তিনি ?

Saumitra Khan Compares Narendra Modi with Swami Vivekananda
দুর্গাপুরে সৌমিত্র খাঁ ৷

সৌমিত্র খাঁয়ের তুলনায় সমালোচনা ৷

বিষ্ণুপুর, 12 জানুয়ারি: 'স্বামী বিবেকানন্দই আদতে এই যুগে নরেন্দ্র মোদি রূপে জন্মগ্রহণ করেছেন !' বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দাঁড়িয়ে একথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan on Narendra Modi) ! স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য়ের জেরে শুরু হয়েছে সমালোচনা ৷ বিজেপি নেতার মন্তব্যকে ব্যঙ্গের সুরে কটাক্ষ করেছেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim slams Saumitra Khan) ৷ তাঁর পালটা বক্তব্য, "এঁরা সবাই অন্ধকারের প্রাণী ৷ এঁদের নিজেদের কোনও আলো নেই ৷ তাই অন্যের আলোয় আলোকিত হয় ৷ সেই কারণেই কখনও স্বামীজী, কখনও নেতাজির নাম নিতে হয় !"

বৃহস্পতিবার ছিল 12 জানুয়ারি ৷ স্বামী বিবেকানন্দের আবির্ভাবের 161তম বর্ষপূর্তি ৷ সেই উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বাঁকুড়ার বিষ্ণুপুর তার ব্যতিক্রম নয় ৷ শহরে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন সৌমিত্র ৷ স্বামীজীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি মনে করি, স্বামীজীই নরেন্দ্র মোদি রূপে ফের জন্মগ্রহণ করেছেন ৷ মোদিজি যেভাবে দেশের জন্য, যুব সম্প্রদায়ের জন্য আত্মত্যাগ করে লড়াই করছেন, তাতে আমার মনে হয়, তিনিই এই যুগের স্বামীজী !"

আরও পড়ুন: 'অনুব্রত গ্রেফতার হতেই বদলেছে গরুপাচারের রুট !' দাবি সেলিমের

এ নিয়ে প্রশ্ন করা হলে ব্যঙ্গের হাসি ধরা পড়ে প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিমের মুখে ৷ তাঁর কথায়, "এঁদের কী বলব ! কী বলা যায় এঁদের ? এঁরা সকলেই অন্ধকারের জীব ৷ অন্যের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেন ৷ দেখেন না, যেখানেই মহাপুরুষদের ছবি লাগানো হয়, সেখানেই এঁরা নিজেদের ছবি লাগিয়ে দেন ! কেন এমনটা করেন ? কারণ, এঁদের নিজেদের কোনও আলো নেই ৷ তাই, নেতাজি, স্বামীজীদের প্রয়োজন হয়, তাঁদের আলোয় এঁদের আলোকিত হতে হয় ৷ এখানে শুভেন্দু, সৌমিত্র, অভিষেক সবাই সমান ৷ সকলেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দেখানো পথে চলেন ৷ খালি মাঝেমধ্যে এক-এক দলের ঝান্ডা ধরেন !"

প্রসঙ্গত, এর আগে বহুবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা, মহাকালীর সঙ্গে তুলনা করা হয়েছে ৷ এমনকী, সম্প্রতি তৃণমূলের এক নেতা দাবি করেন, শ্রী শ্রী মা সারদাই নাকি মমতা বন্দ্যোপাধ্য়ায় রূপে কালীঘাটে ফের জন্মগ্রহণ করেছেন ! সেই ঘটনা নিয়ে হাসি, ঠাট্টা, সমালোচনা কম হয়নি ৷ তখন বিজেপিও এর বিরোধিতা করেছিল ৷ আর এবার সেই বিজেপিরই এক নেতার মুখে শোনা গেল পুনর্জন্মের তত্ত্ব !

Last Updated : Jan 12, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.