ETV Bharat / state

Vande Bharat Express: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খাঁর

author img

By

Published : Aug 7, 2023, 3:44 PM IST

Updated : Aug 7, 2023, 5:57 PM IST

Vande Bharat Express
রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খাঁর

Saumitra Khan appeals for Vande Bharat Halt in Durgapur: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত আবেদন জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷

বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন

দুর্গাপুর, 7 অগস্ট: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন ৷

এ বিষয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান ইটিভি ভারতকে জানালেন, "এই রাজ্যের অন্যতম প্রধান শহর দুর্গাপুর । শুধুমাত্র শিল্প কল-কারখানা নয়, দুর্গাপুর বিভিন্নভাবে এখন মানুষকে বহু পরিষেবা দিয়ে চলেছে । দুর্গাপুরের মানুষের আবেগকে তাই মর্যাদা দিয়ে আমি রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি । আমি আশাবাদী, বন্দে ভারত চালু হলে দুর্গাপুরে এই ট্রেন থামবে । শুধু দুর্গাপুর নয়, এতে উপকৃত হবেন পুরো জেলার বহু মানুষ ।"

খুব শীঘ্রই হাওড়া-পটনা রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন । গত শনিবার বন্দে ভারতের ট্রায়াল রানে প্রবল গতিতে দুর্গাপুর স্টেশন দিয়ে গিয়ে দাঁড়ায় আসানসোলে । দুর্গাপুর-সহ পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার বহু মানুষ হতাশ দৃষ্টিতে ঝাঁ চকচকে গতিময় বন্দে ভারত ট্রেন চোখের দেখা দেখেন দুর্গাপুর স্টেশনে । দুর্গাপুরবাসী বঞ্চনার আওয়াজ তোলেন । বন্দে ভারত যে দিন ট্রায়াল রান হয়, সে দিন বাঁকুড়া জেলা থেকেও বহু মানুষ এই ট্রেন দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আসানসোল স্টেশনে । তাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ বার সরব হলেন, বন্দে ভারতকে দুর্গাপুর স্টেশনে দাঁড়় করানোর দাবিতে । দুর্গাপুরে বন্দে ভারত যাতে স্টপেজ দেয়, সেই জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখিত আবেদন জমা দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।

আরও পড়ুন: পটনা-হাওড়া বন্দে ভারতের ট্রায়াল রান, আসানসোলে দ্রুতগতির ট্রেন দেখতে উৎসুক মানুষের ভিড়

এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা বৃহৎ শিল্পাঞ্চল দুর্গাপুর । আর সেই দুর্গাপুরেই বন্দে ভারতের কোনও স্টপেজ ছিল না বলে হতাশ শিল্পাঞ্চলের আম জনতা থেকে বণিক সভাগুলি । দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে দুর্গাপুরে এসে বসতি স্থাপন করেছেন । শুধু শিল্পনগরী বলে নয়, বেসরকারি এবং সরকারি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজ-সহ দুর্গাপুরে বহু শিক্ষা প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসেন । তাই দুর্গাপুরকে এখন এডুকেশনাল হাব বলা হয় । কলকাতার পরেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলির মধ্যে দুর্গাপুরে বড় বড় বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিতে বিভিন্ন রাজ্য ও বিভিন্ন জেলার এমনকী ভিনদেশের রোগীরাও আসছেন চিকিৎসা পরিষেবার সুবিধা নিতে । তাই দুর্গাপুর এখন হেলথ হাব পরিচিতিতেও প্রসিদ্ধ ।

দুর্গাপুরের বেসরকারি অন্ডাল বিমান নগরী দেশের মধ্যে সর্বপ্রথম সিঙ্গাপুরের আদলে গড়ে উঠতে চলেছে । গত সপ্তাহে চালু হয়েছে কার্গো টারমিনাল । সব মিলিয়ে তাই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গাপুর শহরেই কেন বন্দে ভারতের স্টপেজ থাকবে না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে । বিজেপি সাংসদের আবেদনের পর বন্দে ভারত দুর্গাপুরে স্টপেজ পায় কি না, সেটাই এখন দেখার ৷

Last Updated :Aug 7, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.