ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে লালা 'ঘনিষ্ঠ' রত্নেশ ভার্মার আত্মসমর্পণ

author img

By

Published : Jan 31, 2023, 5:50 PM IST

Asansol court
কয়লাকাণ্ড

আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) লালা 'ঘনিষ্ঠ' রত্নেশ ভার্মা ৷ জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

কয়লাকাণ্ডে লালা ঘনিষ্ঠ রত্নেশ ভার্মার আত্মসমর্পণ

আসানসোল, 31 জানুয়ারি: অবশেষে কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) আত্মসমর্পণ করলেন রত্নেশ ভার্মা । দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ওপেন এন্ডেড ওয়ারেন্ট জারি করেছিল সিবিআই (CBI)। কয়লাকাণ্ডের চার্জশিটে প্রথম সারিতেই নাম ছিল রত্নেশের । মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ ভার্মা । তাঁর জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । বুধবার এই মামলায় শুনানি হবে।

2020 সালের নভেম্বর মাসে বেআইনি কয়লাপাচার নিয়ে প্রথম এফআইআর করেছিল সিবিআই । তারপর থেকেই বহুবার বিভিন্ন জনকে সিবিআই গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদ করেছে বা অভিযান চালিয়েছে । যদিও সুপ্রিমকোর্টের রক্ষাকবজে মূল অভিযুক্ত অনুপ মাজিকে এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই । লালার ঘনিষ্ট হিসেবে নাম উঠে বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মার । বিনয় মিশ্র বিদেশে পালিয়ে গিয়েছেন । তাঁকে এখনও দেশে ফিরিয়ে আনতে পারা যায়নি । এতদিন রত্নেশ ভার্মাও পলাতক ছিলেন । তারপরেই মঙ্গলবার হঠাৎ আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ ভার্মা ।

2022 সালের জুলাই মাসে আসানসোল সিবিআই আদালতে মোট 41 জনের নামে চার্জশিট জমা করেছে সিবিআই । এই চার্জশিটে অনুপ মাজি, বিকাশ মিশ্র, রত্নেশ ভার্মার নাম প্রথম তালিকায় ছিল । অন্যদিকে ওইবছর জুলাই মাসেই রত্নেশ ভার্মার নামে ওপেন এন্ডেড ওয়ারেন্ট জারি করে আসানসোল সিবিআই আদালত । বেআইনি কয়লাপাচার মামলা শুরু থেকেই অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ট হিসেবে নাম উঠেছিল রত্নেশ ভার্মার । তিনি আসানসোলের বড়তোড়িয়া গ্রাম ও নরসমুদা কোলিয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দা । এর আগে রত্নেশ ভার্মার বাড়িতে একাধিকবার সিবিআই হানা দিয়েছে । তাঁর বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয় । কিন্তু তখন রত্নেশ বার্মার কোনও খোঁজ পাওয়া যায়নি ।

লালার কয়লাপাচারের টাকা লেনদেন-সহ বেআইনি কয়লা কারবারের অন্যান্য কাজ নিয়ন্ত্রণ করত রত্নেশ বলে অভিযোগ । রত্নেশের ওপেন এন্ডেড ওয়ারেন্ট জারি করার পর সিবিআই দেখা মাত্রই তাঁকে গ্রেফতার করতে পারত । কিন্তু তা হয়নি । মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ । তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "কয়লাকাণ্ডে চার্জশিটে অভিযুক্ত রত্নেশ ভার্মা আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন । আমরা জামিনের আবেদন করেছিলাম । বিচারক তা খারিজ করেছেন । সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল । বিচারক সেই বিষয়ে আগামিকাল শুনানির দিন ধার্য করেছেন ।"

আরও পড়ুন: সিবিআই চার্জশিটে নাম থাকা সত্ত্বেও 12 ব্যবসায়ীকে জামিন আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.