ETV Bharat / state

রানিগঞ্জ বাজারে করোনা বিধি রক্ষা করতে তৎপর পুলিশ

author img

By

Published : May 16, 2021, 3:32 PM IST

নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খোলা রয়েছে দোকানপাট ৷ চলছে কেনাবেচা ৷ কিন্তু এদিকে রাজ্যে আজ থেকেই জারি হয়েছে কড়া করোনা বিধি ৷ এই পরিস্থিতিতে এলাকায় নিয়ম অমান্য হওয়ায় রাস্তায় নামল রানিগঞ্জ থানা পুলিশ । রানিগঞ্জ বাজার এলাকায় ভিড় হটিয়ে দোকানে ঝাঁপ বন্ধ করাতে দেখা গেল পুলিশকে ৷ পাশাপাশি 60 নম্বর জাতীয় সড়কে একাধিক গাড়ির নথিপত্রও দেখা হল ৷

রানিগঞ্জ বাজার
রানিগঞ্জ বাজার

রানিগঞ্জ, 16 মে: সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত দোকান খোলা থাকার কথা । তারপরেই বন্ধ করে দিতে হবে । কিন্তু রবিবার বেলা এগারোটার পরও দোকান বন্ধ করেননি ব্যবসায়ীরা । শেষ পর্যন্ত লাঠি হাতেই নামতে হল পুলিশকে । এদিন রানিগঞ্জের বাজার এলাকায় দেখা গেল এই দৃশ্য ।

নিয়ম অনুযায়ী দশটা পর্যন্ত খোলা থাকবে মুদিখানা, স্টেশনারি, মাছ-মাংস-ডিম-সবজির দেকান । দিনভর খোলা থাকবে ওষুধের দোকান । তবে এদিন রানিগঞ্জ বাজারে নিয়ম মানেননি মুদিখানা, সবজি দোকানের মালিকরা ৷ রাজ্যে কার্যত লকডাউনের নিয়ম অমান্য হওয়ায় তাই রাস্তায় নামল রানিগঞ্জ থানা পুলিশ । লাঠি উঠিয়ে ভিড় হটানো থেকে দোকানে ঝাঁপ বন্ধ করাতে দেখা গেল পুলিশকে ৷

নির্ধারিত সময়ের পরও দোকান খোলা থাকায় রানিগঞ্জ বাজারে তৎপর হয়েছে পুলিশ ৷

রানিগঞ্জ বাজারে দোকান বন্ধ করানো ছাড়াও 60 নম্বর জাতীয় সড়কে একাধিক গাড়ি আটকে নথিপত্রও দেখা হল ৷ রানিগঞ্জবাসীকে এদিন কড়া বার্তা দিল পুলিশ ।

আরও পড়ুন: রাজ্যে আরও কড়াকড়ি, হাওড়া ব্রিজে শুরু নাকা চেকিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.