ETV Bharat / state

Chaitali Tiwari: চৈতালী তিওয়ারির বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের

author img

By

Published : Dec 24, 2022, 11:15 AM IST

Updated : Dec 24, 2022, 12:15 PM IST

দিন কয়েক আগে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় এফআইআর হয়েছে বিজেপির (BJP) কাউন্সিলর চৈতালী তিওয়ারির বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না চৈতালীকে ৷ এরপরেই শনিবার সকালে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গেল পুলিশ ৷

ETV Bharat
কম্বল কাণ্ডে চৈতালী তিওয়ারির বাড়িতে পুলিশ

আসানসোল, 24 ডিসেম্বর: রাজনৈতিক সমাবেশে কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মৃত্যুর (Asansol Stampede) ঘটনা ঘটে কয়েকদিন আগে ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারির (Chaitali Tiwari) ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার সকালে আসানসোলের ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে গিয়েছে পুলিশ ।

গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেন । তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শিবচর্চাকে কেন্দ্র করে বেশ কিছু কম্বল বিতরণেরও পরিকল্পনা ছিল সেদিন । শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতেই কম্বল নিতে হুড়হুড়ি লাগে মানুষের । তাতেই পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বিজেপির চৈতালীকে, নির্দেশ হাইকোর্টের

এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয় । ঘটনায় মৃতদের তালিকায় ছিলেন ঝালি বাউরি নামে একজন ৷ তাঁর ছেলে সুখেন বাউরি চৈতালী তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ এই ঘটনায় এখনও অবধি 6 জনকে গ্রেফতার করেছে । ধৃতদের আটদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।

অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করবার জন্য নোটিশ দিয়েছিল । মঙ্গলবার আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ ৷ কিন্তু তিনি বাড়িতে ছিলেন না । চৈতালি সেসময় কলকাতায় ছিলেন ৷ বাড়ি গিয়ে তাঁর ফ্ল্যাট বন্ধ, তালা ঝুলছে দেখে ফিরে আসে পুলিশ ।

আরও পড়ুন: ফ্ল্যাটে তালা, চৈতালি তিওয়ারিকে জেরা করতে গিয়ে ফিরল পুলিশ

এরপরই এফআইআর-এর উপর স্থগিতাদেশ চেয়ে চৈতালি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্ট তাঁকে 21 দিনের রক্ষাকবচ দেয় । আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না আসানসোলের (Asansol) বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারিকে (Chaitali Tiwari)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । কিন্তু পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, পুলিশ তদন্তের প্রয়োজনে সোমবার ও শনিবার 2 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করতে পারবে তাঁকে । সেইমতো শুক্রবার রাতে চৈতালি তিওয়ারি নিজের বাড়িতে ফিরেছেন । শনিবার সকাল থেকে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ।

Last Updated : Dec 24, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.