ETV Bharat / state

Police Arrest professor : জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ধৃত সবংয়ের অধ্যাপক

author img

By

Published : Jan 24, 2022, 4:43 PM IST

সোমবার, জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে ধৃত অধ্যাপক (professor accused of hate speech ) নির্মল বেরাকে আদালতে তোলা হয় ৷

Police Arrest professor
ধৃত সবংয়ের অধ্যাপক

সবং, 24 জানুয়ারি : অধ্যাপিকার প্রতি জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে গ্রেফতার করা হল ওই কলেজেরই এক অধ্যাপককে (professor accused of hate speech arrested) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে ৷ ধৃত অধ্যাপকের নাম নির্মল বেরা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডির উদ্দেশ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্য এবং মানসিক নির্যাতন করেছেন ৷

অভিযোগকারী ওই অধ্যাপিকা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন কলেজের ওই অধ্যাপক তাঁর 'জাতি' তুলে অপমানজনক মন্তব্য করেন । এরপর কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় । কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ । তাই বাধ্য হয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে গত 19 অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ এরপর অবশ্য অভিযুক্ত অধ্যাপক নির্মল বেরাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : বাঘ নাকি অন্য কোনও প্রাণী, শালবনিতে অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক

বিষয়টি নিয়ে সরব হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগানা মহল । সংগঠনের তরফে ওই কলেজ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল । চলছিল লাগাতার প্রতিবাদ । অবশেষে অভিযুক্ত নির্মল বেরাকে গ্রেফতার করল সবং থানার পুলিশ । সোমবার নির্মল বেরাকে মেদিনীপুর আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.