ETV Bharat / state

পানাগড় সেনা ছাউনির কর্মী কোরোনা আক্রান্ত? আতঙ্কে বাঁশ দিয়ে এলাকা ঘিরল স্থানীয়রা

author img

By

Published : May 13, 2020, 9:32 PM IST

কোরোনা আক্রান্ত
কোরোনা আক্রান্ত

বায়ুসেনার কর্মী কাজে যাওয়ার পর আর ফেরেননি । তিনি কি কোরোনায় আক্রান্ত ? কারণ, তাঁর কাজে যাওয়ার পরই বায়ুসেনার তরফে তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির বাইরে হোম কোয়ারানটিনের নোটিস লাগিয়ে দিয়ে যাওয়া হয় । আতঙ্কে এলাকাবাসীরা পুরো এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে ফেলে ।

দুর্গাপুর, 13 মে : পানাগড় মনোজ পল্লিতে ভাড়া থাকেন বারাসাতের এক বাসিন্দা । তিনি বায়ুসেনার কর্মী । তবে বর্তমানে তিনি কি কোরোনায় আক্রান্ত? এই নিয়ে আতঙ্কে এলাকাবাসী । কারণ, যে বাড়িতে তিনি ভাড়া থাকেন, সেই বাড়ির দরজায় বায়ুসেনার পক্ষ থেকে হোম কোয়ারানটিনে থাকার একটি নির্দেশিকা লাগিয়ে দিয়ে যাওয়া হয় । কিন্তু স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে বায়ুসেনার পক্ষ থেকে সত্যিই কি কোনও কিছুকে আড়াল করতে চাওয়া হল? এমন আতঙ্কেই ওই এলাকার বাসিন্দারা । আতঙ্কে গোটা এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে স্থানীয়রা । পাশাপাশি, তারা BDO-র কাছে ওই এলাকাকে জীবাণুমুক্ত করার জন্য একটি আবেদনপত্র জমা দিয়ে আসে ।

উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা এক বায়ু সেনাকর্মী পানাগড়ের মনোজ পল্লিতে একটি বাড়িতে ভাড়া থাকেন । ওই বাড়িতেই আরও এক বায়ুসেনা কর্মীও থাকেন । ওই বাড়িতেই বাড়ি মালিক প্রফুল্ল সরকার পরিবার নিয়ে বসবাস করেন । আজ দুপুরে হঠাৎ ওই বাড়ির দু'টি দরজায় হোম কোয়ারানটিন লেখা পোস্টার কতগুলি লোক এসে লাগিয়ে দিয়ে যায় । 13 মে থেকে 26 মে পর্যন্ত এই কোয়ারানটিনের সময়সীমা বলে ওই পোস্টারে লেখা রয়েছে ।

বাড়ির মালিক প্রফুল্ল সরকার বলেন, "এয়ারফোর্সের লোকেরা এসে এই পোস্টারগুলি লাগিয়ে দিয়ে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম কী কারণে? তারা কিছুই বলতে চাইল না । আমার বাড়িতে বারাসতের যে বায়ুসেনা কর্মী ভাড়া থাকত সে গত শনিবার বাড়ি থেকে আসে এবং রবিবার কাজে যাওয়ার পর আর ফিরে আসেনি । তার কাশি হচ্ছিল ।" কিন্তু বায়ুসেনা কর্মীরা স্থানীয় পুলিশ অথবা স্থানীয় BDO-কে কোন কিছুই জানালেন না কেন? বায়ু সেনা কর্মীরাই বা কীভাবে ওই বাড়িতে থাকা অন্য পরিবারগুলিকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশিকা দিয়ে গেলেন? ওই বাড়িতে ভাড়া থাকা বারাসতের বাসিন্দা বায়ুসেনা কর্মী এখন কোথায় তিনি কি সত্যিই কোরোনায় আক্রান্ত? এই খবর মনোজপল্লি এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে । তারা বাঁশ দিয়ে গোটা এলাকাকে ঘিরে ফেলে । এলাকার বাসিন্দারা স্বাক্ষর করে কাঁকসার BDO-কে গোটা এলাকা স্যানিটাইজ় করার আবেদন জানায় ।

অসুস্থ ওই বায়ুসেনা কর্মী এখন কোথায় ? বায়ুসেনার পক্ষ থেকে এমন ঘটনার কথা কেন স্থানীয় পুলিশ প্রশাসন বা BDO-কে জানানো হয়নি ? এমন প্রশ্ন তুলেছে অনেকেই । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক গুপ্ত স্পষ্টভাবে জানান, "আমাদের বায়ুসেনার পক্ষ থেকে এবং বারাসত প্রশাসনের পক্ষ থেকে কোনও কিছুই এখনও পর্যন্ত জানানো হয়নি । এর উত্তর বায়ুসেনার আধিকারিকরাই দিতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.