ETV Bharat / state

Mithun Chakraborty: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

author img

By

Published : Nov 26, 2022, 4:46 PM IST

জেলা সফরে বেরিয়েছেন বিজেপির মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ শনিবার তিনি ছিলেন আসানসোলে ৷ সেখানে তিনি তৃণমূলকে (Trinamool Congress) হারাতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল করলেন ৷

mithun-chakraborty-advocates-for-bjp-left-front-alliance-in-panchayat-polls-2023
Mithun Chakraborty: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

আসানসোল, 26 নভেম্বর: তৃণমূলকে (Trinamool Congress) রাজ্য থেকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর গলায় সায় দিলেন অভিনেতা তথা বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ।

শনিবার আসানসোলে (Asansol) দলীয় কর্মসূচির মাঝে সাংবাদিক সম্মেলনে মিঠুনকে পঞ্চায়েত ভোটে (Panchayat Polls 2023) বামেদের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "সরকারি ভাবে তো এটা বলা যায় না, কিন্তু একটা কথা বলছি তৃণমূল যখন সরকারে এসেছে, তখন সবাই একজোট হয়েছিল । সিপিএমকে (CPIM) হারানোর জন্য কংগ্রেস (Congress), তৃণমূল এবং বিজেপি সে সময় ছোট ছিল, বিজেপিও তাদের সাহায্য করেছিল, তেমনই এরকম একটা শক্তিকে হারাতে গেলে সবার এক সঙ্গেই আসা উচিত । হয়তো সরকারিভাবে আমি এটা বলতে পারি না, হয়তো আদর্শগতভাবে আমরা আলাদা হতে পারি । থাক সে কথা । কিন্তু এই শক্তিকে হারাতে গেলে আমাদেরকে অবশ্যই একসঙ্গে হতে হবে ।"

তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

মাস কয়েক আগে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে (Asansol Bye Poll) তিন লক্ষ ভোটে পরাজয় হয়েছিল বিজেপি । এই নিয়ে মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া, "এটা এখনও বিশ্বাস হয় না ।" পঞ্চায়েত ভোট নিয়েও একই সুরে মিঠুন বলেন, "যদি স্বচ্ছ নির্বাচন হয়, তবে জোর গলায় বলতে পারি শুধু পঞ্চায়েত ভোট নয় কালকে বিজেপি সরকার গঠন করবে ।"

মিঠুনকে প্রশ্ন করা হয়, গ্রামের লোকেরা যখন বলছে কিছু পায়নি, তখন কিভাবে আপনি তাঁদেরকে বিশ্বাস যোগাবেন ? উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, "করছি তো । ক্ষমতায় এলে আরও অনেক কিছু করতাম । যেগুলো ছোট ছোট জিনিস আমরা করতে পারি, সেগুলো আমরা অবিলম্বে করে দিচ্ছি । ব্যক্তিগতভাবে যাঁরা আসছেন, তাঁদেরও সাহায্য করছি ।" স্বচ্ছ ভোট কীভাবে নিশ্চিত করবেন ? মিঠুন বলেন, "বিজেপি সংবিধান মেনে চলে এবং দেখছেন সেই কারণেই এত ভোট পরবর্তী হিংসা । আমি চ্যালেঞ্জ করছি, এমন একটা জায়গা দেখান যেখানে বিজেপি হিংসা ছড়িয়েছে ।"

আরও পড়ুন: বিজেপি এলে শিল্প আসবে রাজ্যে, মিঠুনের দাবিকে সিনেমার আইডিয়া বলে কটাক্ষ ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.