ETV Bharat / state

Murder in Andal: পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ

author img

By

Published : May 21, 2023, 4:49 PM IST

Updated : May 22, 2023, 2:13 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

পুরনো বিবাদ ৷ আর তার জেরেই প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল ৷ পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার ওয়ার্কশপ কলোনি এলাকার ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ

অণ্ডাল, 21 মে: পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার ওয়ার্কশপ কলোনির বাসিন্দা বীরেন্দ্র চৌধুরীকে (45) খুনের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী বাম দাসের বিরুদ্ধে ৷ নেপথ্যে উঠে এল পুরনো বিবাদ ৷ শনিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম দাস কর্মসূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন । ফলে তাঁর স্ত্রী সাধারণত একাই থাকতেন বাড়িতে ৷ শনিবার রাত 9টার সময় বাম দাসের বাড়িতে গিয়েছিলেন বীরেন্দ্র চৌধুরী ৷ হঠাৎই বাড়ি ফিরে বীরেন্দ্র চৌধুরীকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাম দাস ৷ অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে সেখানেই হামলা চালান বীরেন্দ্রর উপর ৷ রক্তাক্ত অবস্থায় বীরেন্দ্র চৌধুরী বাম দাসের বাড়ি থেকে বেরিয়ে একটি ফাঁকা জায়গায় এসে অচৈতন্য অবস্থায় পড়ে যান । স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বীরেন্দ্র চৌধুরীকে উদ্ধার করে পুলিশে খবর দেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ । অভিযুক্ত বাম দাস ঘটনার পর থেকেই পলাতক । অভিযুক্তের স্ত্রী কল্যাণী দাসকে আটক করেছে পুলিশ ।

এই ঘটনায় বীরেন্দ্র চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী বলেন, "আমাদের বাড়ির সঙ্গে বাম দাসের বাড়ির কোনও সম্পর্ক ছিল না । আমরা তাঁদের বাড়িতে যেতাম না ৷ তাঁরাও আমাদের বাড়িতে আসত না । আমাদের সঙ্গে অশান্তি ছিল ৷"

আরও পড়ুন: ধুলিয়ানে সম্পত্তির লোভে ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা

স্থানীয় বাসিন্দা তন্দ্রা দে ও তারকনাথ দে বলেন, "এদের ঝামেলা বেশ কিছুদিন ধরেই চলছিল । বাম দাস এবং স্ত্রী কল্যাণী দাসের মধ্যেও ঝামেলা হত প্রায়ই । কিন্তু ভিতরের কী ব্যাপার সে সম্পর্কে আমরা কিছুই জানি না ।" এই প্রসঙ্গেই স্থানীয় রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তরুণ বাগদি জানান, তিনি অবশ্য কিছুই জানেন না ৷ শুধু এটুকুই শুনেছেন যে বাম দাসের সঙ্গে শনিবার রাতে বীরেন্দ্র চৌধুরীর মারপিট হয়েছে ৷ তার জেরে বীরেন্দ্র চৌধুরীর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয় । তবে কী নিয়ে বীরেন্দ্র চৌধুরীর পরিবারের সঙ্গে বামদাসের পরিবারের অশান্তি ছিল তা জানা যায়নি ৷ কীভাবে মারা গেল বীরেন্দ্র চৌধুরী এ বিষয়ে তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ ।

Last Updated :May 22, 2023, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.