ETV Bharat / state

Locket Chatterjee: লোকসভায় বিজেপি রাজ্যে 35 আসন পাবে, প্রত্যয়ী লকেট চট্টোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 5:40 PM IST

ETV Bharat
লকেট চট্টোপাধ্যায়

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আশাবাদী বিজেপি এবার লোকসভা ভোটে গতবারের থেকেও বেশি আসন পাবে ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন তিনি ৷

লোকসভায় বিজেপি রাজ্যে 35 আসন পাবে

দুর্গাপুর, 11 নভেম্বর: উৎসবকালীন মরশুম শেষ হলেই ঢাকে কাঠি পড়বে লোকসভা নির্বাচনের । ইতিমধ্যে যদিও জেলায় জেলায় প্রচারে পিছিয়ে নেই কোনও রাজনৈতিক দলই। দুর্নীতির দায়ে একের পর এক নেতা-মন্ত্রী জেলে যাওয়ার কারণে কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল বলেই মনে করা হচ্ছে, তাই শাসকদলের নয়া স্ট্র্যাটেজি ব্লকে ব্লকে বিজয়া সম্মেলন করে জনসংযোগ বাড়ানো । এর পালটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে দীপাবলির প্রাক্কালে। জেলায় জেলায় যারা মাটির প্রদীপ তৈরি করে বিক্রি করছেন অথবা হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন উৎসবের মরশুমে, তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। এরকমই এক কর্মসূচিতে শনিবার যোগ দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় । এদিন ইটিভি ভারতকে তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যে 35টি আসন পাবে বিজেপি ৷

এদিন তিনি দুর্গাপুরে আসেন ৷ পথের পাশে মাটির প্রদীপ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার সুফল নিয়ে । তাদের কাছ থেকে মাটির প্রদীপও কিনেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপরে তিনি ইটিভি ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুফলদায়ক দিক তুলে ধরেন । উৎসবের এই মরশুমে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী যারা নিজেদের হাতে তৈরি সামগ্রী নিয়ে অর্থ রোজগারের জন্য রাস্তার পাশে বসে থাকেন বিশ্বকর্মা যোজনায় তারা কী কী লাভ পাবেন সেই সম্পর্কে জানান গেরুয়া শিবিরের এই রাজ্যের অন্যতম মহিলা নেত্রী। বিশ্বকর্মা যোজনার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এরপরেই তিনি বলেন,"দুর্নীতির দায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে ৷ মানুষকে অনেকখানি বোঝানো গিয়েছে । 2021 এর বিধানসভা নির্বাচনে ৭৭ এবং তার আগের লোকসভা নির্বাচনে 18টি আসন মানুষের বিজেপির প্রতি আস্থা রাখার এবং বিশ্বাস রাখার প্রমাণ । আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই এই রাজ্যে একটি স্বচ্ছ সরকারের প্রতিষ্ঠা হবে । তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।"

কিন্তু লকেট চট্টোপাধ্যায়রা বারবার এই রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুললেও গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে বিরাট সংখ্যক মহিলাদের আস্থা তৃণমূল কংগ্রেসের ওপরেই। তাহলে কি ভারতীয় জনতা পার্টি মহিলাদের বোঝাতে ব্যর্থ নাকি লক্ষ্ণীর ভাণ্ডারের কারিশমা? উত্তরে লকেট চট্টোপাধ্যায় জানালেন,"নারীরা 500 টাকার বিনিময়ে রাজ্যজুড়ে নারী নির্যাতনের ঘটনা কখনোই মেনে নেবেন না। আগামী দিনে এর জবাব দেবে এই রাজ্যে নারীরা।"

২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য কতটা তৈরি গেরুয়া শিবির? উত্তরে লকেটের সাফ জবাব,"অমিত শাহজি এই রাজ্যে এসে এবার 35টি আসনের কথা বলে গিয়েছেন । আমরা সর্বতোভাবে তাই ঝাঁপিয়ে পড়েছি 35টি আসন অমিত শাহজিকে উপহার দেওয়ার জন্য। আমরা আশাবাদী এইরাজ্যে 35টি আসন আমরা পাবই পাব।" ক্ষমতার বদল হলে শুভেন্দু অধিকারীদেরকেও জেলে ঢোকানোর কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । লকেট চট্টোপাধ্যায় তার প্রতিউত্তরে জানালেন,"ব্যক্তিগত আক্রমণের রাজনীতি চলছে এই রাজ্যে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে । ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিতে বিশ্বাস করে না । এই ধরনের রাজনীতি কাম্য নয়।" তবে আগাগোড়াই ২০২৪ সালে এই রাজ্যে গেরুয়া শিবিরের ভালো ফল নিয়ে আশাবাদী হুগলির এই বিজেপি সাংসদ ।

আরও পড়ুন:

1. 'কোথায় রবীন্দ্রনাথ, আর কোথায় রামছাগল '! অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য সুকান্তর

2. আসানসোল বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, জল প্রকল্পের উদ্বোধন না করেই ফিরলেন বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.