ETV Bharat / state

Locket Chatterjee: 'বুদ্ধিজীবীরা ক্ষমতায় থাকা রাজনৈতিক দল, অসৎদের কাছে মাথা নত করে',মন্তব্য লকেটের

author img

By

Published : Oct 29, 2022, 10:06 PM IST

ETV Bharat
locket chatterjee

রাজ্যের বুদ্ধিজীবীদের কড়া ভাষায় আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের ৷ তৃণমূলকেও শনিবার ফের একহাত নিয়েছেন এই বিজেপি সাংসদ (Locket Chatterjee) ৷

দুর্গাপুর, 29 অক্টোবর: দুর্গাপুরের পলাশডিহাতে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে এই রাজ্যের বুদ্ধিজীবীদেরকে একহাত নিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, "এরা সেই সমস্ত কলমধারী, যাঁরা যখন কোনও দল সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে তাঁদের হয়ে কথা বলেন । এরা সৎ, নিষ্কলঙ্ক মানুষদের কাছে মাথানত করেন না এরা অসৎ ও কলঙ্কিতদের কাছেই মাথা নত করেন ।"

সামনেই পঞ্চায়েত নির্বাচন । প্রায় সমস্ত রাজনৈতিক দল তার প্রস্তুতি শুরু করে দিয়েছে । বীরভূমে গতবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়েছিল । শাসকদলের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি । কিন্তু এবার বীরভূমে অন্য এক ছবি দেখবে রাজ্যের মানুষ বলে জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee speaks on panchayat election) । তিনি অনুব্রত মণ্ডলের নাম না করে তাঁর সমালোচনা করে বলেন, "উনি আসলে একজন ভীতু মানুষ । তাই কখনও সিবিআইয়ের ভয়ে তিনি কাঁদেন, কখনও হাসপাতালে ছুটে যান, কখনও আবার কালীঘাটে ছুটে গিয়েছেন । তাঁর সাহস নেই । তাই এবার বীরভূমে প্রত্যেকটি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বীরভূমে ভালো ফল হবে আমাদের ।"

অনুব্রত মণ্ডলকে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের

আরও পড়ুন: 'আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি', রাজ্যকে কড়া আক্রমণ সুকান্তর

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল প্রসঙ্গে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, "এরা নিজের মেয়েকেও ছাড়েনি । দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিয়েছে ৷ আসল তদন্ত হোক ও দোষীদের ধরা হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.