ETV Bharat / state

জলমগ্ন বাড়ি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে বন্ধ করা হল পানাগড় বাইপাসের সার্ভিস রোড

author img

By

Published : Jun 27, 2021, 9:32 PM IST

যতদিন না এলাকার নিকাশি নালার জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন বাইপাসের সার্ভিস রোডে যানচলাচল করতে দেওয়া হবে না । এমনটাই জানিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷

দুর্গাপুরে জলমগ্ন এলাকা
দুর্গাপুরে জলমগ্ন এলাকা

দুর্গাপুর, 27 জুন : পানাগড় বাইপাসের সার্ভিস রোডে যানচলাচল বন্ধ করলেন হাজরাবেড়ার বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে তাঁদের এলাকা । একটু বৃষ্টি হলেই জল জমে যায় ৷ বৃষ্টির জমা জল ঢুকে যায় বাড়ির ভিতরে । জাতীয় সড়ক নির্মাণের পর থেকেই এই সমস্যায় ভুগছেন তাঁরা ।

জল ঢুকে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ৷ বাড়ি ছেড়ে রাস্তার উপরে পলিথিন দিয়ে ছাউনি বানিয়ে আপাতত সেখানেই বাস করছেন তাঁরা ।

এই পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পানাগড় বাইপাসের কলকাতাগামী সার্ভিস রোডে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন হাজরাবেড়ার বাসিন্দারা । তাঁদের বক্তব্য, যতদিন না ওই এলাকার নিকাশি নালার জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন তাঁরা বাইপাসের সার্ভিস রোডে যানচলাচল করতে দেবেন না ।

রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কলকাতাগামী সমস্ত গাড়িকে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে ৷ নাকাল হতে হচ্ছে অফিসযাত্রীদের ৷

প্রশাসনের দৃষ্টি আকর্ষণে পানাগড় বাইপাসের সার্ভিস রোড বন্ধ করলেন স্থানীয়রা

আরও পড়ুন : চারদিন অতিক্রান্ত, এখনও জলমগ্ন ঘাটাল

কাঁকসার তিলক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম জানিয়েছেন, জাতীয় সড়কের নিকাশি নালা না থাকার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে বৃষ্টিতে । তবে তাঁরা ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন । তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন ।

এছাড়া কাঁকসার বিডিওর সঙ্গে কথা বলে যাতে দ্রুত একটা বাড়ি তৈরির ব্যবস্থা বা বাড়ি মেরামত করে থাকার ব্যবস্থা করা যায় সেই বিষয়টিও দেখার আশ্বাস দেন তিনি ৷ আপাতত জল নিষ্কাশনের জন্য শ্রমিক লাগানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.