ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বায়ু সেনাকর্মী ? জীবাণুমুক্ত করা হল পানাগড়ের এলাকা

author img

By

Published : May 14, 2020, 3:48 PM IST

durgapur
durgapur

9 মে বারাসাত থেকে মনোজপল্লির একটি বাড়িতে ভাড়ায় আসেন বায়ুসেনার এক কর্মী । তিনি অসুস্থ ছিলেন । রবিবার পানাগড় বায়ুসেনা ছাউনিতে যাওয়ার পর আর মনোজপল্লির ভাড়া বাড়িতে ফেরেননি ওই বায়ু সেনাকর্মী ।

দুর্গাপুর, 14 মে : কাঁকসা ব্লক প্রশাসনের উদ্যোগে পানাগড় মনোজপল্লিকে জীবাণুমুক্ত করা হল । এই বাড়িতেই ভাড়ায় আসেন এক বায়ু সেনাকর্মী । তিনি কোরোনায় সংক্রমিত হতে পারেন এই সন্দেহে ওই এলাকা জীবাণুমুক্ত করা হয়। ওই বাড়িতে থাকা অন্যান্য সদস্যেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।

9 মে বারাসত থেকে মনোজপল্লির একটি বাড়িতে ভাড়ায় আসেন বায়ুসেনার এক কর্মী । তিনি অসুস্থ ছিলেন । রবিবার পানাগড় বায়ুসেনা ছাউনিতে যাওয়ার পর আর মনোজপল্লির ভাড়াবাড়িতে ফেরেননি ওই বায়ু সেনাকর্মী । হঠাৎ মঙ্গলবার বিকালে এই বাড়ির সদস্যদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় । ওই বাড়ির দরজায় বিজ্ঞপ্তিও দেওয়া হয় । এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এলাকার মানুষ বাঁশ দিয়ে ঘিরে দেন গোটা এলাকাকে । কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিককে এলাকাবাসী লিখিতভাবে গোটা এলাকা জীবাণুমুক্ত করার আবেদন জানান । যদিও এই বিষয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে স্থানীয় প্রশাসনের কেউ কিছুই জানেন না বলে দাবি করেন । সংবাদমাধ্যমে বিষয়টি জানার পরেই কাঁকসা থানার পুলিশ ওই বাড়িতে যায় । বিস্তারিত খোঁজ নেয় ।

ওই বাড়ির মালিক প্রফুল্ল সরকার বলেন , "স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের বাড়িতে কয়েকজন এসেছিলেন । আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।" গতকাল সকাল থেকে ওই বাড়িটিসহ গোটা এলাকায় সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করা হয় । তবে কি এই বাড়িতে ভাড়া থাকা বায়ু সেনাকর্মী সত্যিই কোরোনায় আক্রান্ত ? প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে । কাদের সংস্পর্শে এসেছিলেন তিনি তাও জানেন না এলাকাবাসী । পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে তাঁর বিষয়ে কোনও তথ্যই বায়ুসেনার পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি উঠছে । মনোজপল্লির বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত । যদিও দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, অযথা আতঙ্কের কোনও কারণ নেই । কেউ কোনওরকম গুজব ছড়াবেন না । পশ্চিম বর্ধমান জেলার সবকিছুই নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.