ETV Bharat / state

বিনা কারণে ভিড় করায় পানাগড় বাজার থেকে আটক একাধিক

author img

By

Published : May 8, 2020, 8:06 PM IST

Panagarh
দুর্গাপুর

আজ সকাল থেকেই পানাগড় বাজারে ছিল ভিড় ৷ সেক্ষেত্রে লকডাউন অমান্য করে অপ্রয়োজনে বাজারে আসায় কয়েকজনকে আটক করল কাঁকসা থানার পুলিশ ৷

দুর্গাপুর , 8 মে : অরেঞ্জ জ়োনে থাকা দুর্গাপুরের বেশিরভাগ দোকান শর্তসাপেক্ষে দুটি শিফটে খোলার অনুমোদন মিলেছে । আর বাজার খুলতেই সামাজিক দূরত্ব মানছেন না অনেকে ৷ ভিড় করে বাজার করছেন তাঁরা ৷ আজ এই ছবি ধরা পড়ল পানাগড়ে ৷ তাই ভিড় নিয়ন্ত্রণ করতেই কড়া পদক্ষেপ করল কাঁকসা থানার পুলিশ । অকারণে বাজারে এসে লকডাউন অমান্য করায় কয়েকজনকে আটক করল পুলিশ ।


লকডাউনে বারবার সকলকে গৃহবন্দী থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কিন্তু লকডাউনের প্রথম থেকেই সেই কথা অনেকেই শুনছেন না ৷ এখন দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে ৷ এই লকডাউনে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ৷ তাই অরেঞ্জ জ়োনে থাকা দুর্গাপুরের বেশিরভাগ দোকান শর্তসাপেক্ষে দুটি শিফটে খোলার অনুমোদন মিলেছে । কাঁকসা থানার পানাগড় বাজারে সকাল থেকেই দোকানে থিকথিকে ভিড় । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদিকে ভিড় বাড়তে থাকে অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণে কড়া হল পুলিশ প্রশাসন ৷ মহিলা পুলিশ কর্মী নিয়ে অভিযান চলল পানাগড় বাজারে । অকারণে বাজারে ঘোরাফেরা করা বহু মানুষকে রাস্তা থেকে আটক করা হয় । পুলিশকে কখনও লাঠি নিয়ে অকারণে বাজারে আসা মানুষকে তাড়া করতে দেখা গেল ৷ কখনও আবার কাপড়ের দোকানে অধিক সংখ্যক মানুষ থাকায় দোকান বন্ধ করে দিতে দেখা যায় ৷ এছাড়া বহু বাইক, গাড়ি আটকায় পুলিশ ৷ এমনকী অপ্রয়োজনে বাজারে আসা অনেককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷

বিক্রেতারা অনেকেই অভিযোগের সুরে বলেন, "সামাজিক দূরত্ব রেখে কেনাকাটার কথা বলছি । কিন্তু কেউ শুনছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.