ETV Bharat / state

Asansol Rail Controversy: রেলের ফ্রেট করিডর, নাটক করছেন মলয় ঘটক, দাবি জিতেন্দ্রে'র

author img

By

Published : Dec 5, 2022, 5:48 PM IST

Asansol Rail Controversy
রেলের ফ্রেট করিডর নিয়ে চাপানউতোর

রেলের ফ্রেট করিডর (Freight Corridor) তৈরির জন্য সরানো হবে বাজার ৷ ভাঙা পড়বে কয়েকটি বাড়িও ৷ আর তা নিয়েই দ্বন্দ্ব মলয় ঘটক ও জীতেন্দ্র তেওয়ারির মধ্যে (Asansol Rail Controversy) ৷

আসানসোল, 5 ডিসেম্বর: রেলের ফ্রেট করিডর (Freight Corridor) তৈরির জন্য আসানসোল ডিপোপাড়া অঞ্চলে একটি বাজার সরানো হবে । উচ্ছেদ করা হবে ব্যবসায়ীদেরও । ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে সেই নোটিশ দেওয়া হয়েছে । ব্যবসায়ীদের পাশাপাশি বেশ কিছু বাড়িও ভেঙে ফেলা হবে । আর তা নিয়েই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Asansol Rail Controversy) ।

আসানসোল ডিপোপাড়া অঞ্চলে ব্যবসায়ীদের ডাকা একটি সভায় গিয়ে তিনি বলেন "রেলের ফ্রেট করিডর তৈরির জন্য কোনও ব্যবসায়ী বা বাসিন্দাদের উচ্ছেদ করতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত রেল পছন্দমত পুনর্বাসন দেয় । উচ্ছেদ আটকাতে সমস্ত লড়াই আমরা করব । প্রয়োজনে প্রথম সারিতে দাঁড়িয়েই আমি লড়াই করব । তার জন্য যদি গুলি খেতে হয় সেটাও খাব ।"

মলয় ঘটকের এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । তিনি জানান, রেল যখন ফ্রেট করিডর তৈরির সিদ্ধান্ত নেয়, তখন জমি অধিগ্রহণের আগে রাজ্য সরকারকে জানায় । এই জেলার জেলাশাসক থেকে শুরু করে ওই অঞ্চলের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রত্যেকের বিষয়টি নিয়ে অবগত আছেন এবং তারা রেলকে সম্মতি দিয়েছেন যে কোথায় জমি অতিগ্রহণ করা হবে ।

রেলের ফ্রেট করিডর নিয়ে চাপানউতোর

তিনি আরও জানান, একদিকে রেলকে সম্মতি দেবেন আর অন্যদিকে মানুষের কাছে এসে নাটক করবেন এটা হতে পারে না । ওই অঞ্চলের মানুষজনকে যদি উচ্ছেদ করা হয় তার জন্য দায়ী রাজ্য সরকার, বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র । আমি যতদিন মেয়র ছিলাম একজনকেও উচ্ছেদ করতে পারেনি রেল । আর মলয় ঘটকের যদি মনে হয় রেল এটা অন্যায় করছে উনি তো আইনমন্ত্রী, উনি আইনগতভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? সাংসদ শত্রুঘ্ন সিনহা কয়েকদিন আগে নাটক করে গেলেন আসানসোলে । তেমনই মানুষের সঙ্গেও এনারা নাটক করছেন ।

আরও পড়ুন: '40-45 জন বিধায়ক যোগাযোগ রাখছেন, তাসের ঘরের মতো ভাঙবে তৃণমূল', দাবি নিশীথের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.