ETV Bharat / state

Govt Seed Farm: বায়ুসেনার ছাউনির প্রাচীরে বন্ধ সরকারি বীজ খামারের রাস্তা, চরম বিপাকে চাষিরা

author img

By

Published : Jun 10, 2023, 2:13 PM IST

Govt Seed Farm
সরকারি বীজ খামার

বায়ুসেনার ছাউনির প্রাচীর দেওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে সরকারি বীজ খামারে যাওয়ার রাস্তা ৷ চরম বিপাকে পশ্চিম বর্ধমানের হাজার হাজার কৃষকেরা ৷

বায়ুসেনার ছাউনির প্রাচীরে বন্ধ সরকারি বীজ খামারের রাস্তা

দুর্গাপুর, 10 জুন: কেরলে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে ৷ এ রাজ্যেও চলতি মাসেই বর্ষা ঢুকে যাওয়ার কথা । অথচ তার আগে সরকারি বীজ খামারে নেই পর্যাপ্ত বীজ । কারণ বায়ুসেনার ছাউনির প্রাচীরের জেরে সরকারি বীজ খামারে যাওয়ার রাস্তা বন্ধের মুখে ৷ ধান চাষের মরশুম ৷ কীভাবে চাষিদের ধানের বীজ যোগান দেবে, সেই নিয়ে চিন্তাই কাঁকসার কৃষি দফতর । চিন্তিত পশ্চিম বর্ধমান জেলার হাজার হাজার কৃষকরা ।

পশ্চিম বর্ধমানের কাঁকসার বৃন্দাবনপুরে রয়েছে রাজ্য কৃষি দফতরের বীজ খামার । সেই বীজ খামারে বিভিন্ন সবজি ও ধানের বীজ তৈরি হয় । তারপর সেই বীজ ন্যায্য মূল্যে চাষিদের দেওয়া হয় । বর্তমানে সেই বীজ খামারে যাওয়ার রাস্তা নেই বললেই চলে । সেই রাস্তা পানাগড় বায়ুসেনার অধীনস্থ হওয়ায় পাঁচিল দিয়ে দেওয়া হয় । যার ফলে এখন সেই রাস্তা সংকীর্ণ গলিতে পরিণত হয়েছে । কোনও গাড়ি যাচ্ছে না বীজ খামারে । বৃষ্টি হলেই প্যাচপ্যাচে কাদা ৷ বন্ধ হয়ে যায় যাতায়াত।

আরও পড়ুন: চুক্তিভিত্তিক কাজের স্থায়ীকরণের দাবিতে বীজ খামারের কর্মীদের বিক্ষোভ পুরুলিয়ায়

সামনেই বর্ষাকাল, ধান চাষের মরশুম । খামারে নেই পর্যাপ্ত পরিমাণের ধানের বীজ । কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বড় গাড়ি না-যাওয়ার জন্য সার ও বীজ তৈরির জন্য যাবতীয় সামগ্রী পৌঁছচ্ছে না কৃষি খামারে । সেই জন্য তৈরি হচ্ছে না বীজ । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান কৃষি দফতরের আধিকারিক । কৃষকরা চাইছেন বিকল্প রাস্তার ব্যবস্থা করুক কৃষি দফতর । নাহলে কৃষিকাজে ব্যাপক প্রভাব পড়বে বলেও আতঙ্কের মুখে চাষিরা ।

বিষয়টি নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদারকেও জানানো হয়েছে বলে জানান কাঁকসা ব্লক বীজ খামার দফতরের আধিকারিকরা । কবে আবার বিকল্প রাস্তার তৈরি হবে? কবেই বা বীজ খামারে আবার পর্যাপ্ত পরিমাণের বীজ তৈরি হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে একদিকে যেমন কৃষি দফতর ৷ অন্যদিকে তেমনই কৃষকরা । এই বীজ খামারে ধানের বিভিন্ন প্রজাতির বীজ যেমন তৈরি হয় ৷ তার পাশাপাশি সরিষা, তিল-সহ আরও বিভিন্ন কৃষি পণ্যের বীজও তৈরি করা হয় ।

আরও পড়ুন: নকল বীজ, কয়েক হাজার বিঘা জমিতে মটরশুঁটি চাষ করে বিপাকে 500 চাষি

কাঁকসা ব্লকের বীজ খামারের অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার কল্যাণ রায় বলেন, "সামনেই বর্ষার মরশুম । কাঁকসা ব্লকের কৃষকেরা যেমন আমাদের এই বীজ খামার থেকে বীজ নিয়ে যান ৷ তার সঙ্গে সঙ্গে গোটা জেলার বিভিন্ন ব্লকে এই বীজ ফার্ম থেকে বীজ সরবরাহ করা হয় । বায়ুসেনার পক্ষ থেকে পাঁচিল দিয়ে দেওয়ার কারণে সামান্য রাস্তা রয়ে গিয়েছে । এই রাস্তা দিয়ে বাইক নিয়ে পারাপার করা যায় না । বড় গাড়ি ঢুকবে কী করে? তাই এবারের বর্ষায় বীজ সরবরাহ নিয়ে কী যে হবে, তা আমরা নিজেরাই জানি না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ।" কৃষক বিকাশ ঘড়ুই এই বীজ খামারে যাওয়া আসার রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় সমস্যার কথা তুলে ধরেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.