ETV Bharat / state

burn standard : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বার্ন স্ট্যান্ডার্ডে বিক্ষোভ এলাকাবাসীদের

author img

By

Published : Jul 27, 2021, 5:49 PM IST

বার্ন স্ট্যান্ডার্ড কারখানার ওয়াগন কলোনিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীরা বার্ন স্ট্যান্ডার্ড (Burn Standard) কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন ।

electric service disconnected, burn standard people showing protest
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বার্ন স্ট্যান্ডার্ডে বিক্ষোভ এলাকাবাসীদের

আসানসোল, 27 জুলাই: বার্ন স্ট্যান্ডার্ড (Burn Standard) কারখানার ওয়াগন কলোনিতে গত চারদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ । তারই প্রতিবাদে আজ এলাকাবাসীরা বার্ন স্ট্যান্ডার্ড কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । বাসিন্দাদের সমর্থন করে তাঁদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বার্নপুরের তৃণমূল নেতা-কর্মীরা ।

কয়েকবছর আগে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ হয়ে যায় । কিন্তু কোম্পানির আবাসনে থেকে গিয়েছে শ্রমিক পরিবারগুলি । তাঁদের উচ্ছেদ না করলেও ওই আবাসন এলাকায় বিদ্যুৎ ও জলের ব্যয় বহন করতে রাজি নয় বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ । এর আগে ওই ওয়াগন কলোনিতে জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে । বিদ্যুৎ দেওয়া হত রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ।

আরও পড়ুন: ফের অশান্তি ভাটপাড়ায়, শাসকের গোষ্ঠীকোন্দলে ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুব নেতা

এলাকাবাসীরা জানিয়েছেন, ভোটের আগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জিতলে জল এবং বিদ্যুতের স্থায়ী সমাধান করে দেবেন । সমাধান তো হয়নি । উপরন্তু বিদ্যুৎ পুরোপুরি কেটে দেওয়া হয়েছে । এই গরমে বাসিন্দারা দিনের বেলায় গাছতলায় কাটালেও, রাতে তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ।

অন্যদিকে, কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস চলছে । তার জন্য মোবাইল ফোনও চার্জ করার ব্যবস্থা নেই । বাসিন্দারা তাই চাইছেন বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ ফের তাঁদের বিদ্যুতের সংযোগ ফিরিয়ে দিক । তৃণমূল নেতা উৎপল সেন এ বিষয়ে বলেন, ‘‘বার্ন স্ট্যন্ডার্ড কারখানা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার । এখন বিজেপির বিধায়ক হওয়ার পরে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হল । বিধায়ক অগ্নিমিত্রা পাল আসুন এখানে । তিনিই এই সমস্যার সমাধান করুন ।’’

আরও পড়ুন : পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়

যদিও বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি । অগ্নিমিত্রা পলের সঙ্গেও যোগযোগ করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.