ETV Bharat / state

রেশনে কালোবাজারির অভিযোগ দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্যর

author img

By

Published : Apr 2, 2020, 8:58 PM IST

আপৎকালীন পরিস্থিতিতে রেশন সামগ্রীতে কালোবাজারির অভিযোগ তুলেছেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই বিষয়টি তিনি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে জানিয়েছেন ।

রেশনে কালোবাজারির অভিযোগ দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্যর
রেশনে কালোবাজারির অভিযোগ দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্যর

দুর্গাপুর, 2 এপ্রিল: রেশন সামগ্রী রাখার গুদামে অভিযান চালিয়ে কালোবাজারির অভিযোগ তুললেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় । দুর্গাপুরের সিংহভাগ রেশনের চাল-ডাল-চিনি যে গোডাউনে মজুত রাখা হয় আজ সেখানে অভিযান চালান তিনি । আপৎকালীন পরিস্থিতিতে কালোবাজারির অভিযোগ তুলেছেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য । ইতিমধ্যেই বিষয়টি তিনি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে জানিয়েছেন । কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে থানায় অভিযোগ দায়ের করার কথাও বলেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সমবায় সমিতির ডিরেক্টর কমলজিৎ সিং ।

দুর্গাপুর ইস্পাত নগরী সহ আশপাশের এলাকার মোট 38 টি রেশন ডিলারের সমস্ত সামগ্রী জমা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার পাঁচমাথা মোড়ের একটি গুদামে । এই সমস্ত সামগ্রী দেখভাল করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার সমবায় সমিতির পক্ষ থেকে । কারখানার শ্রমিকদের ভোটে নির্বাচিত করা হয় এই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টর । সেই গুদামে আজ সদলবলে অভিযান চালান দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় । প্রথমেই স্টক রেজিস্টার দেখেন । এরপর কত চাল, চিনি, গম এসেছে তা খতিয়ে দেখতে গিয়ে হিসাবে গরমিল পান অমিতাভবাবু । তিনি বলেন, “সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এই গোডাউন থেকেই । আমি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অরূপ রায়কে জানিয়েছি । এখানে কালোবাজারি চলছে । এখানে যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করব ।” আগামী দিনগুলোতে দুর্গাপুরের বিভিন্ন রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করবেন বলে জানান মেয়র পারিষদ সদস্য ।

যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সমবায় সমিতির ডিরেক্টর কমলজিৎ সিং বলেন, “আমরা স্টক রেজিস্টার মেনটেন করি । কিন্তু এই পরিস্থিতিতে কর্মীরা সবাই আসছে না । অথচ রেশন ডিলারদের জরুরিকালীন ভিত্তিতে মালপত্র দিতে হচ্ছে । কম্পিউটারে সেই হিসাব তোলা হয়েছে । খাতায় সবসময় সেই হিসাব তুলে রাখা সম্ভব হয় না । যে কারণে অমিতাভবাবু গরমিল এর কথা বলছেন ।”

লকডাউন পরিস্থিতিতে আমজনতা যাতে রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রশাসন কতটা সক্রিয়, এই ঘটনাতেই তা স্পষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.