ETV Bharat / state

ফের দুর্গাপুরের সেই একই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দেহ আটকে রাখার অভিযোগ

author img

By

Published : Jun 11, 2021, 6:19 PM IST

Updated : Jun 11, 2021, 7:20 PM IST

দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে গত মে মাসের 8 তারিখ দুর্গাপুরে বামুনারার পাশে বেসরকারি এক হাসপাতালে ভর্তি হয় । জুন মাসের 10 তারিখ বৃহস্পতিবার রাত্রে ওই ব্যক্তি মারা যায় । মোটা টাকা বিল করার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।

DURGAPUR
ফের দুর্গাপুরের সেই একই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দেহ আটকে রাখার অভিযোগ

দুর্গাপুর, 11 জুন: দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে গত মে মাসের 8 তারিখ দুর্গাপুরে বামুনারার পাশে বেসরকারি এক হাসপাতালে ভর্তি হয় । জুন মাসের 10 তারিখ বৃহস্পতিবার রাত্রে ওই ব্যক্তি মারা যায় । মোটা টাকা বিল করার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । শুক্রবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

কিছুদিন আগে দুর্গাপুরের কাঁকসার এই বেসরকারি হাসপাতালে বাঁকুড়ার এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল করোনা আক্রান্ত হয়ে । মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । শেষমেশ খবরের জেরে ছাড়া পেয়েছিল ওই বৃদ্ধার দেহ । ফের দুর্গাপুরের শ্যামপুরের আরেক ব্যক্তির দেহ আটকে রাখার অভিযোগ ওঠে ।

আরও পড়ুন: দেনা মেটাতে দলীয় কার্যালয়ের জন্য কেনা জমি বিক্রি করল সিপিএম

15 লক্ষের বেশি টাকা বিল করে হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ ওঠে । শ্যামপুরের মৃতের পরিবার 8 লক্ষ 40 হাজার টাকা জমা দেন । বাকি টাকা দিতে পারেনি পরিবারের লোকজন । দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী জানান, দেহ আঁটকে রাখতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ । তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান । হাসপাতাল কর্তৃপক্ষ পুরো অভিযোগ অস্বীকার করে । তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভ্রান্ত অভিযোগ বলেও দাবি করে । দুর্গাপুরের মহকুমাশাসকের হস্তক্ষেপে এই বেসরকারি হাসপাতাল শেষ পর্যন্ত দেহ ছেড়ে দেয় বলে জানা গিয়েছে ।

Last Updated : Jun 11, 2021, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.