ETV Bharat / state

পুলিশের সামনেই পরিযায়ী শ্রমিকদের সাইকেল লুট আসানসোলে

author img

By

Published : May 8, 2020, 10:48 PM IST

cycle robbery in asansol , bengal-jharkhand border
পুলিশের সামনেই পরিযায়ী শ্রমিকদের সাইকেল লুঠ আসানসোলে

সব সাইকেল এক জায়গায় এনে স্তুপাকৃতি করে দাম-দর চলছিল ৷ ঠিক সেই সময়েই মুখ বেঁধে একদল লোক এসে সাইকেল লুঠ করতে থাকে ।

আসানসোল, 8 মে : সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছিলেন ঝাড়খণ্ডের শ্রমিকরা । দাবি ছিল, রাজ্যে ফেরার অনুমতি দিতে হবে । শেষ পর্যন্ত রাজ্যের সহযোগিতায় বাসে বাড়ি ফেরার অনুমতি মেলে । কিন্তু অনেকেরই সঙ্গে ছিল সাইকেল । যা জলের দরে বিক্রি করে দিতে শুরু হয় দরদাম । স্তুপাকৃতি সাইকেল আচমকাই লুট হয়ে যায় চোখের নিমেষে । একদল এসে পুলিশের সামনেই শতাধিক সাইকেল নিয়ে পালিয়ে যায় ।

সকাল থেকেই হট্টগোল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে । গত 2 দিন ধরে বাংলার বিভিন্ন রাজ্যে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে ৷ ঝাড়খণ্ডের শ্রমিকরাও দাবি করেছিলেন, তাদেরও ফেরাতে হবে । সেকারণে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা । শেষ পর্যন্ত রাজ্যের সহযোগিতায় ঝাড়খণ্ড প্রশাসন শ্রমিকদের ফিরিয়ে নেয় । রাজ্য থেকেই বাস দেওয়া হয় বেশ কয়েকটি । কিন্তু অনেক শ্রমিকেরই কাছে ছিল সাইকেল । সাইকেল নিয়ে বাসে কী করে চড়বে তারা । অগত্যা 200 , 300 টাকা দরে সাইকেল বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে লোকও জুটে যায় সাইকেল কেনার । সব সাইকেল এক জায়গায় এনে স্তুপাকৃতি করে দাম-দর চলছিল ৷ ঠিক সেই সময়েই মুখ বেঁধে একদল লোক এসে সাইকেল লুট করতে থাকে ।

জানা যায়, তারা সংখ্যায় ছিল অনেকে ৷ তাই তাদের আটকানো যায়নি । পুলিশের সামনেই সাইকেল লুট করে পালায় তারা । পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় বাসিন্দারাই এতে জড়িত । পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে । যদিও এখনও পর্যন্ত কোনও সাইকেল উদ্ধার হয়নি । চোখের নিমেষে শতাধিক সাইকেল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.