ETV Bharat / state

Panchayat Elections 2023: সেলিম থেকে দেবাংশু, শাসক-বিরোধী প্রচারে জমজমাট দুর্গাপুর

author img

By

Published : Jul 4, 2023, 10:05 PM IST

কেউ তৃণমূলকে আবার কেউ সিপিএমকে তুলোধলা করলেন প্রচারে ৷ সেলিমের প্রচার কাঁকসায় ৷ দেবাংশু'র খনি অঞ্চলে ৷

Etv Bharat
Etv Bharat

সেলিম থেকে দেবাংশু প্রচারে

দুর্গাপুর, 4 জুলাই: আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। তারপরেই রাজ্যে একদিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মঙ্গলবার বিকালে এই পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে জমজমাট দুর্গাপুর মহকুমাজুড়ে। কাঁকসার মাটিতে লাল পতাকা উড়িয়ে মহাম্মদ সেলিম জানিয়ে দিলেন, এবার আর ভোট লুট করতে পারবে না কেউ, মানুষের বাহিনী গড়ে তোলা হয়েছে। চারিদিকে লাল পতাকা উড়িয়ে মহম্মদ সেলিম যখন জনসভা করছেন জঙ্গলমহলের কাঁকসায়, ঠিক তখন খনি অঞ্চলের উখরা-সহ বিভিন্ন এলাকায় রোড-শো জনসভা সারলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। যুবনেতা আবার 'পকেটমারের' সঙ্গে তুলনা করলেন সিপিএম ও কংগ্রেসকে।

কাঁকসার একটি জনসভায় যোগ দিতে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, "রাজ্য পুলিশের ডিজি মমতার সুরেই কথা বলছেন। পুলিশের কাজ হচ্ছে গুন্ডাদেরকে কন্ট্রোল করা। আর এখানে দেখা যাচ্ছে ডিজি মমতার দ্বারা কন্ট্রোল হচ্ছেন। তবে মানুষ ধীরে ধীরে সংঘবদ্ধ হচ্ছে, মানুষের মেজাজ বুঝতে হবে। তাই আমরা মানুষের বাহিনী গড়ে তুলেছি।" অন্যদিকে, খনি অঞ্চলের বুকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে তুলোধনা করে বলেন, "দুর্গাপুজোর আগে যেমন মহালয়া শোনা যায়। আর তা শুনলেই যেমন পুজো পুজো মনে হয়। এরাজ্যে তেমনই ভোট এলেই তার আগে সিবিআই, ইডির নোটিশ পাঠানো হয়।"

দেবাংশু আরও বলেন,"তবে বিজেপিতে ওয়াশিং মেশিনে গেলে সব সাফ । মহারাষ্ট্রে দেখছেন না, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়ে হওয়ার পরে সে এখন গুষ্টি শুদ্ধ বিজেপিতে চলে গেল। ব্যাস আর তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।" এরপরেই দেবাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরোধীদের এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার দাবির উত্তরে বলেন, "বাংলার বাহিনী, দিল্লির বাহিনী, ইউক্রেনের বাহিনী যারাই আসুক না কেন, বাহিনী তো ভোট দেবে না। ভোট দেবে মানুষ । 2021 সালে বাংলার মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, সেভাবেই পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন।" মঙ্গলবার সারাদিন দুর্গাপুর মহকুমাজুড়ে জমজমাট প্রচার শাসকদল থেকে বিরোধী দলের।

আরও পড়ুন: নির্বাচন এখানে উৎসব! হানাহানির রাজনীতির মাঝে অন্য ছবি সালানপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.