ETV Bharat / state

CPIM Agitation: খান্দরা পঞ্চায়েতে সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগে অবরোধ

author img

By

Published : Jun 19, 2023, 7:40 PM IST

CPIM Agitation
CPIM Agitation

সোমবার পশ্চিম বর্ধমানের খান্দরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবরোধ করে সিপিএম ৷ তাদের অভিযোগ, তাদের তিন প্রার্থীর বাড়িতে হামলা করেছে তৃণমূল ৷ শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

খান্দরা পঞ্চায়েতে সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগে অবরোধ

দুর্গাপুর, 19 জুন: মনোনয়ন প্রত্যাহার না করায় সিপিএমের তিনজন প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের খান্দরা পঞ্চায়েতে । সোমবার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম নেতা-কর্মীরা । ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও হয় । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

চলতি মাসের 15 তারিখ শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব । কিন্তু তারপর থেকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল বিরোধীদের । সোমবার খান্দরা পঞ্চায়েতে সিপিএমের তিন প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ । সিপিএমের দাবি, হামলা হয় খান্দরা পঞ্চায়েতের 16-17 ও 18 নম্বর সংসদের তিন বাম প্রার্থী মিতা দত্ত, অপর্ণা সহিস ও রমানাথ দত্তের বাড়িতে ।

সিপিএম নেতা অঞ্জন বক্সী জানান, এদিন বেলা দেড়টা নাগাদ দু’টি চার চাকার গাড়িতে করে দুষ্কৃতীরা এসে হামলা করে । প্রার্থীরা কেউ বাড়িতে না থাকাই তাদের বাড়ির আসবাব পত্র, মোটরবাইক ভাঙচুর করা হয় । দুষ্কৃতীরা যে দু’টি গাড়িতে এসেছিল, সেই গাড়ির নম্বর বীরভূমের জেলার । তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এ দিন হামলা চালায়৷ হামলার অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে । এ দিন ঘটনার প্রতিবাদে বেলা দুটো নাগাদ অন্ডাল-উখড়া রোডের খান্দরা শিবতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম ।

CPIM Agitation
সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগে অবরোধ

অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে । তৃণমূলের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি সমীর সুজিত মুখোপাধ্যায় বলেন, "আমরা ইতিমধ্যেই অনেকগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়লাভ করেছি দুর্গাপুর ফরিদপুর ব্লকে । সিপিএম ও অন্যান্য বিরোধীরা প্রার্থী দিতেই পারেননি । এখন তারা মানুষের মন পেতে এইসব গল্প রচনা করছে । অন্ডাল এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকে এরকম কোনও ঘটনা ঘটেনি । যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের কাছে আসুন আমরা কথা দিচ্ছি নির্বাচন সম্পন্ন হবে সুষ্ঠুভাবে ।"

অন্যদিকে পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতে 17 নম্বর সংসদের বিজেপি প্রার্থী সঞ্জু সিং-এর ছেলে রাকেশ সিং-কে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে বলে অভিযোগ । মারধরের ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় । বিজেপি নেতা রূপক পাঁজা জানান, পাণ্ডবেশ্বর থানাই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এক্ষেত্রেও হামলার কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে ।

আরও পড়ুন: মনোনয়ন না তুললে বাড়ির মহিলাদের নিস্তার নেই, সিপিএম কর্মীদের হুমকি শাসক দলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.