ETV Bharat / state

বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কাজের তদারকিতে পুলিশ কমিশনার ও জেলাশাসক

author img

By

Published : May 5, 2020, 8:59 PM IST

CP and DM of Paschim Bardhaman supervising the work on Jharkhand border
বাংলা ঝাড়খন্ড সীমান্তে কাজের তদারকিতে পুলিশ কমিশনার ও জেলাশাসক

আজ ফের 2 নম্বর জাতীয় সড়কের ডুবুরডি চেকপোস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন ও জেলাশাসক পূর্ণেন্দু মাজি দুজনেই গিয়েছিলেন ৷ সেখানে ভিনরাজ্য থেকে আগত মানুষদের হেলথ স্ক্রিনিং সহ অনান্য কাজ কেমন চলছে তা দেখতে ৷

আসানসোল, 5 মে : গতকাল বিকেলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত পরিদর্শন করেছিলেন । আজ ফের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন ও জেলাশাসক পূর্ণেন্দু মাজি দুজনেই বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে গেলেন হেলথ স্ক্রিনিং কিয়স্কসহ অনান্য কাজ কেমন চলছে তার তদারকি করতে ৷

ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের এ রাজ্যে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে । ইতিমধ্যেই রাজ্য সরকার হেল্পলাইন নম্বর সহ রেজিস্ট্রেশনের জন্য সরকারি ওয়েবসাইটে বিশেষ ব্যবস্থা করেছে । ভিনরাজ্য থেকে যারাই আসবেন, তারাই বাংলা ঝাড়খণ্ড সীমান্তের যে চেকপোস্টগুলি রয়েছে সেগুলি দিয়ে রাজ্যে প্রবেশ করবেন ।

সবচেয়ে গুরুত্বপুর্ণ 2 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্ট । ইতিমধ্যেই ডুবুরডি দিয়ে একাধিক বাস কোটা থেকে এরাজ্যে ঢুকেছে । আজমেঢ় শরিফ থেকেও পর্যটকদের একটি বাস এসেছে । কিন্তু সেভাবে হেলথ স্ক্রিনিং হয়নি কারও । আর তাই ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনকে যখন এ রাজ্যে ফেরানোর চেষ্টা করছে, তখন অন্যদিকে হেলথ স্ক্রিনিং কিয়স্ক তৈরি করেছে রাজ্য সরকার । তাই সেখানে হেলথ স্ক্রিনিং কিয়স্কসহ অনান্য কাজ কেমন চলছে তার তদারকি করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন ও জেলাশাসক পূর্ণেন্দু মাজি দুজনেই গিয়েছিলেন ৷

পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানান, লকডাউন থেকে আমাদের যে আন্তঃরাজ্য বর্ডার পয়েন্টগুলি আছে সেখানে দারুণ ভাবে কাজ হয়েছে । আমরা সেগুলি দেখতে এসেছি । সব বর্ডার পয়েন্টগুলিতেই আমরা যাব । হেলথ স্ক্রিনিং ব্যবস্থা এখানে করা হয়েছে । কেমন ভাবে কাজ চলছে তা দেখে গেলাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.