ETV Bharat / state

Chit Fund Fraud Case: চিটফান্ড মামলায় ধৃত সঞ্জয় সিংয়ের তিন দিনের সিবিআই হেফাজত

author img

By

Published : Oct 26, 2022, 5:57 PM IST

Court sent Sanjay Singh to 3 days of CBI Custody in Chit Fund Fraud Case
Chit Fund Fraud Case: চিটফান্ড মামলায় ধৃত সঞ্জয় সিংয়ের তিন দিনের সিবিআই হেফাজত

বর্ধমান সনমার্গ চিটফান্ড প্রতারণা মামলায় (Chit Fund Fraud Case) সিবিআই মঙ্গলবার গ্রেফতার করে সঞ্জয় সিংকে ৷ বুধবার আদালত তাকে তিনদিনের জন্য সিবিআই (CBI) হেফাজতে পাঠিয়েছে ৷

আসানসোল, 26 অক্টোবর : বর্ধমান সনমার্গ চিটফান্ড প্রতারণা মামলায় (Chit Fund Fraud Case) গ্রেফতার হওয়া সঞ্জয় সিংকে তিনদিনের জন্য সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত । মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল । বুধবার সিজেএম আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় সিংকে । কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন না । প্রতিপক্ষের কোনও আইনজীবীও ছিলেন না ।

সিবিআই আইনজীবী ফিফথ কোর্টের জাজের কাছে সিবিআই হেফাজতের জন্য আবেদন জানান । সেই মতো আসানসোল ফিফথ জাজ প্রতীকা রাই সঞ্জয় সিংকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন ।

গত 2 সেপ্টেম্বর বর্ধমান সনমার্গ চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন উত্তর 24 পরগনার হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান রাজু সাহানি । বর্তমানে রাজু সাহানি (Trinamool Congress Leader Raju Sahani) বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই সঞ্জয় সিংয়ের নাম পায় সিবিআই ।

অভিযোগ, সঞ্জয় সিং বর্ধমান সনমার্গের কর্ণধার পলাতক সৌম্যরূপ ভৌমিকের ঘনিষ্ঠ ছিল বলে অভিযোগ । চিটফান্ড সংস্থা থেকে প্রচুর আর্থিক সুবিধা ভোগ করেছে সঞ্জয় সিং, এমনটাই আদালতে জানিয়েছে সিবিআই । কোটি কোটি আর্থিক লেনদেন করেছে সঞ্জয় সিং । সৌম্যরূপ ভৌমিকের অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা লেনদেনের নথিও আদালতে জমা করেছে সিবিআই ।

বর্ধমান সনমার্গের একটি টিভি চ্যানেলের দায়িত্ব ছিলেন এই সঞ্জয় সিং । সিবিআইয়ের অনুমান, আরও অনেক তথ্য সঞ্জয় সিংয়ের কাছে থাকতে পারে । উঠে আসতে পারে আরও নাম । পাশাপাশি লুকআউট নোটিশ জারি হওয়া বর্ধমান সনমার্গের কর্ণধার সৌম্যরূপ ভৌমিক কোথায়, তারও সূত্র পাওয়া যেতে পারে সঞ্জয় সিংকে হেফাজতে নিয়ে জেরা করলে । সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই । বিচারক তা মঞ্জুর করেন । সঞ্জয় সিংকে পুনরায় নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ।

প্রসঙ্গত, এই মামলায় এর আগে বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন । বর্তমানে তিনি জামিনে মুক্ত । এরপর হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি গ্রেফতার হন । তিনি বর্তমানে জুডিশিয়াল হেফাজতে আছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সঞ্জয় সিংয়ের খোঁজ পায় সিবিআই । এখন দেখার সঞ্জয় সিংকে জেরা করে নতুন কি তথ্য আসে সিবিআইয়ের হাতে !

আরও পড়ুন: জেলের অনুশাসনে 10 কেজি ওজন কমল অনুব্রতর, এখন কত ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.