ETV Bharat / state

Lynching Death in Asansol: যুগল এবং তাঁদের বন্ধুদের বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ

author img

By

Published : Mar 3, 2023, 12:19 PM IST

Lynching to Death in Asansol ETV BHARAT
Lynching to Death in Asansol

বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবতী এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে (Lynching to Death in Asansol)৷ আসানসোলের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তরা পলাতক ৷

বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ আসানসোলে

আসানসোল, 3 মার্চ: এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবক-যুবতীর বিরুদ্ধে (Lynching to Death Old man in Asansol) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙা এলাকায় ৷ মৃতের নাম অমর সিং (65) ৷ স্থানীয় সূত্রে খবর, অভিযোগ উঠেছে অমর সিং লুকিয়ে এক যুগলের ছবি তুলছিলেন ৷ সেই সময় ওই যুগল এবং তাঁদের বন্ধুরা মিলে বৃদ্ধকে মারধর করেন ৷ ঘটনায় অমর সিংয়ের দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্ত যুগল ঘটনার পর থেকে পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কর্মী হিসেবে পরিচিত অমর সিং প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আড়াডাঙা এলাকার মাঠে বসেছিলেন ৷ সেখানেই স্থানীয় এক যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন ৷ অভিযোগ অমর সিং লুকিয়ে তাঁদের ছবি তুলছিলেন ৷ সেটি দেখার পর ওই যুবক-যুবতী সেখানে তাঁদের বন্ধুদের ডাকেন ৷ এরপর সকলে মিলে অমর সিংকে মারধর করেন বলে অভিযোগ ৷ ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন তিনি ৷ পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, বাড়ি ফেরার পর তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল এবং মুখ থেকে ফেনা বেরচ্ছিল ৷

এই অবস্থায় অমর সিংকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ তবে, প্রথমটায় অমর সিংয়ের পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানাননি ৷ তাঁর দেহ হাসপাতাল থেকে হটন রোডের অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, পুরো ঘটনা শোনার পর স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানাতে পরামর্শ দেন ৷

আরও পড়ুন: ইট রাখা নিয়ে বচসার জের, বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

এরপরই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন অমর সিংয়ের স্ত্রী ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, অমর সিংয়ের দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার পর থেকে যুগল পলাতক রয়েছেন ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ যদিও যুবতীর পরিবার দাবি করেছে, তাঁদের মেয়ের এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই ৷ এই ঘটনার প্রতিবাদে রাতে আড়াডাঙা এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.