ETV Bharat / state

Mamata Banerjee at Asansol: আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে 22 হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 28, 2022, 8:55 PM IST

জেলা সফরে পশ্চিম বর্ধমানের আসানসোলে এসে শিল্পাঞ্চলে বিনিয়োগের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee at Asansol)৷ কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের কথা বললেন তিনি ?

asansol
আসানসোলে মুখ্যমন্ত্রী

আসানসোল, 28 জুন: লোকসভা উপনির্বাচনের বিরাট জয়ের পর আসানসোলে এসে শিল্পের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে সভা করতে এসে মুখ্যমন্ত্রী জানান, রানিগঞ্জে পৃথিবীর অন্যতম বৃহৎ শেল গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং সেই শেল গ্যাস উত্তোলন করতে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে । ওই সংস্থা 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রানিগঞ্জে । এছাড়াও দুর্গাপুর গ্যাস উত্তোলনের জন্য এসআর গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে । তারা 7 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে । মোট 22 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে শিল্পাঞ্চলে(CM Mamata Banerjee announces 22 thousands crore investment in Asansol Durgapur industrial zone)। যার ফলে প্রভূত উন্নতির পাশাপাশি চাকরি হবে কয়েক হাজার মানুষের ।

এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানান, অন্ডাল বিমাননগরীকে আন্তর্জাতিকমানের করা হচ্ছে । সেখান থেকে এরপর ব্যাংকক-সহ অন্যান্য বিভিন্ন দেশের বিমান পাওয়া যাবে । আসানসোলে ইস্কোর এয়ারস্ট্রিপকেও কেউ রাজ্য সরকার বৃহৎ বানানোর জন্য উদ্যোগী ৷ ইস্কো কর্তৃপক্ষ রাজি হলেই রাজ্য সরকার তাদের সহায়তা করবে । এছাড়াও দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানিগঞ্জ মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে ।

আসানসোল দুর্গাপুরে বিনিয়োগ ও চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি এদিন আরও জানান, ইতিমধ্যেই পুরুলিয়াতে 2 হাজার 500 একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । যেখানে জঙ্গল সুন্দরী কর্মনগরী গড়ে উঠবে । ওই ফ্রেট করিডরের চারপাশে প্রচুর কল কারখানা তৈরি হবে । ঝাড়খন্ড হয়ে এই পণ্য করিডর পুরুলিয়ার রঘুনাথপুর, বাঁকুড়া, পানাগড় হয়ে ডানকুনিতে গিয়ে মিশবে ।

আরও পড়ুন : আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.