ETV Bharat / state

Chaitali Tiwari on AMC: 'আসানসোল পৌরনিগমে চৈত্র সেল চলছে !' তোপ চৈতালির

author img

By

Published : Feb 16, 2023, 1:19 PM IST

Chaitali Tiwari slams AMC Administration for not conducting Borough Chairman Election
ফাইল ছবি

একবছরেও আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation) 10 জন বরো চেয়ারম্যান নির্বাচিত হননি ৷ এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari slams AMC Administration) ৷

চৈতালির অভিযোগ

আসানসোল, 16 ফেব্রুয়ারি: একবছর অতিক্রান্ত ৷ অথচ, এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমানের আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation) পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত হয়নি ৷ পৌরনিগমের 10টি বরোর জন্য 10 জন চেয়ারম্যানও এখনও নির্বাচিত হননি ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট দুই ডেপুটি মেয়রকে এখনও পর্যন্ত শপথগ্রহণ করানো হয়নি ৷ পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কিন্তু তার আগেই এই ইস্যুতে পৌর প্রশাসনকে লক্ষ্য করে তোপ দাগলেন শহরের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্থানীয় বিজেপি নেত্রী স্ত্রী চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari slams AMC Administration) ৷ তিনি আবার আসানসোলের প্রাক্তন চেয়ারম্যান জিতেন তিওয়ারির স্ত্রী ৷ চৈতালির অভিযোগ, "যেভাবে 'চৈত্র সেল' চলে, সেভাবেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বরো চেয়ারম্যানের চেয়ার কেনা হচ্ছে !" যদিও, তাঁর এই অভিযোগে আমল দিতে নারাজ পৌরনিগমের আধিকারিকরা ৷

গত মঙ্গলবার আসানসোল পৌরনিগমে নতুন বোর্ডের একবছর সময়কাল পূর্ণ হয়েছে ৷ কিন্তু এই একবছরের মধ্য়ে এখনও পর্যন্ত 10টি বরোয় চেয়ারম্যান নির্বাচিত হননি ৷ এর ফলে জামুড়িয়া, রানিগঞ্জ, কুলটি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের পৌরনিগম সংক্রান্ত যেকোনও কাজের জন্য আসানসোলের প্রধান পৌর কার্যালয়ে আসতে হচ্ছে ৷ যা সময় এবং খরচ সাপেক্ষ ৷ শুধু তাই নয়, ওই সমস্ত এলাকায় উন্নয়নের কাজও থমকে রয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা ৷

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ফের চৈতালিকে জিজ্ঞাসাবাদ

একদিকে যেমন বরো চেয়ারম্যানরা নিযুক্ত হননি, তেমনি সংশ্লিষ্ট দুই ডেপুটি মেয়রেরও এখনও পর্যন্ত শপথগ্রহণ করানো হয়নি ৷ পৌরনিগম সূত্রে দাবি করা হচ্ছে, আইনি জটিলতায় এই পদ্ধতি আটকে রয়েছে ৷ ফলে নতুন পৌরবোর্ড গঠনের পর একবছর পেরিয়ে গেলেও মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে না ৷ বিরোধী রাজনৈতিক শিবির অন্তত এমনটাই দাবি করছে ৷

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "বিষয়টি আমাদের হাতে নেই ৷ উচ্চ মহল থেকে নির্দেশ এলে তারপরই বরো চেয়ারম্যানদের নির্বাচিত করা হবে ৷ বৃহস্পতিবার আমাদের যে বোর্ড মিটিং হবে, সেখান থেকেই বরো চেয়ারম্যান সংক্রান্ত বিষয়টির সমাধান হতে পারে ৷"

অন্যদিকে বিজেপি নেত্রী তথা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারির অভিযোগ, "আসানসোল পৌরনিগমে 'চৈত্র সেল' চলছে ৷ যেভাবে চৈত্র সেলে কেনা-বেচা হয়, তেমনই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বরো চেয়ারম্যান কেনা-বেচা হচ্ছে ! তৃণমূল নেতারা টাকা নিতে ব্যস্ত ! আসানসোলের উন্নয়নের কথা ভাবছেন না তাঁরা ৷"

চৈতালির এই অভিযোগ প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমি এসব নিয়ে কোনও মন্তব্য করব না ৷ ওঁদের আমলে হয়তো একভাবে বরো চেয়ারম্যান নির্বাচিত হতেন ৷ আমাদের সময় এসব হয় না ৷ আমরা স্বচ্ছভাবে বিষয়টি পরিচালনা করি ৷ নিয়ম যা রয়েছে, তা মেনেই কাজ করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.