ETV Bharat / state

Cattle Smuggling Case: বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তোড়জোড় সিবিআইয়ের

author img

By

Published : Nov 19, 2022, 9:48 PM IST

CBI
CBI

বিনয় মিশ্রকে (Binay Mishra) দেশে ফেরাতে তোড়জোড় শুরু করলেন সিবিআই আধিকারিকরা ৷ বিনয় মিশ্রকে দেশে ফেরানোর আবেদন নিয়ে আদালতে হলফনামা জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ।

আসানসোল, 19 নভেম্বর: এবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বিনয় মিশ্রকে (Binay Mishra) দেশে ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করল সিবিআই । শনিবার আসানসোল সিবিআই আদালতে (CBI Court) এসেছিলেন সিবিআইয়ের 'হেড অফ দ্য ব্রাঞ্চ' রাজীব মিশ্র ।

জানা গিয়েছে, বিনয় মিশ্রকে দেশে ফেরানোর জন্য আদালতে হলফনামা জমা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । তা বিচারকের কাছে অনুমোদন পেয়ে বিদেশমন্ত্রকে জমা করবে সিবিআই (CBI)। যদিও বিষয়টি নিয়ে সিবিআই আধিকারিকরা মুখ খোলেননি ।

প্রথমে বেআইনি কয়লাপাচার (Coal Smuggling Case), পরে গরুপাচার মামলাতেও নাম জড়ায় বিনয় মিশ্রের । কিন্তু বিনয় মিশ্রের নাগালে পায়নি সিবিআই । এরপর কোর্ট তাঁকে পলাতক ঘোষণা করে । বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে সিবিআই ।

কয়লা ও গরুপাচার কাণ্ডে তদন্তে নামতেই দেশ ছেড়ে পালায় অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র । সূত্রের খবর, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে বিনয় মিশ্র গা ঢাকা দিয়ে রয়েছেন । তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে ।

আরও পড়ুন: কয়লাকান্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি

তাই এবার বিনয় মিশ্রকে দেশে ফেরাতে উদ্যোগী হল সিবিআই । শনিবার আসানসোল সিবিআই আদালতে পৌঁছয় আধিকারিকরা । ছিলেন সিবিআইয়ের হেড অফ দ্য ব্রাঞ্চ রাজীব মিশ্র । জানা গিয়েছে, বিনয় মিশ্রকে দেশে ফেরানোর আবেদন নিয়ে আদালতে হলফনামা জমা করেছে সিবিআই । বিচারকের অনুমোদন নিয়ে তা ভারতীয় বিদেশমন্ত্রকে জমা দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.