ETV Bharat / state

পেট ব্যথায় ক্যানসারের ওষুধ? রোগী মৃত্যুতে বিক্ষোভ কল্যাণেশ্বরীতে

author img

By

Published : Aug 28, 2020, 12:40 PM IST

মৃতের ছেলের অভিযোগ, পাড়ার দোকান থেকে আনা ওষুধ খাওয়ার মিনিট পাঁচেকের মধ্যে মৃত্যু হয় শংকর নোনিয়ার।

Cancer medicine for stomach pain
কল্যাণেশ্বরী

আসানসোল, 28 অগাস্ট : পেট ব্যথার ওষুধ চাওয়া হয়েছিল । কিন্তু, দোকানি দেয় ক্যানসারের ওষুধ । সেই ওষুধ খেয়ে মৃত্যু হয় এক রোগীর । এই অভিযোগ উঠল কুলটি থানার কল্যাণেশ্বরীতে । মৃতের নাম শংকর নোনিয়া (60)। ঘটনার পর ওই এলাকার লোকেরা ওষুধের দোকানে সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ওষুধের দোকানের মালিক দুই ভাইকে আটক করে পুলিশ ।

জানা গিয়েছে, শংকর নোনিয়া কল্যাণেশ্বরী মন্দির চত্বর থেকে দুপুরে বাড়ি ফেরেন । ফেরার পর অসহ্য পেটে ব্যথায় ছটপট করতে শুরু করেন । এরপর পাড়ার দোকান থেকে আনা ওষুধ খান তিনি । যার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর।

শংকর নোনিয়ার ছেলে রাজেশ নোনিয়া জানান, পাড়ার ওষুধের দোকান থেকে বাবার পেটে ব্যথা জানিয়ে ওষুধ নিয়ে আসি । ওষুধটা খাওয়ার পর বাবার গা হাত পা ঠান্ডা হয়ে যায় । ওষুধ খাওয়ার 5 মিনিটের মধ্যে মারা যান বাবা । পরে জানতে পারি যে, যে ওষুধ দোকান থেকে দেওয়া হয়েছিল সেটা ক্যানসারের । আমার বাবার ক্যানসার ছিল না । ভুল ওষুধ খেয়েই বাবার মৃত্যু হল ।

এই ঘটনা জানাজানি হতেই ওষুধের দোকানের সামনে বিক্ষোভে সামিল হয় এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় । পুলিশ ওষুধের দোকানের মালিকদের আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্যে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.