ETV Bharat / state

Asansol Lawyer Murder: পুকুর-নদী থেকে উদ্ধার আইনজীবীর দেহাবশেষ, অভিযুক্ত শ্বশুরকে নিয়ে খুনের পুনর্নির্মাণ

author img

By

Published : Jun 16, 2023, 7:05 PM IST

Updated : Jun 16, 2023, 8:06 PM IST

পুকুর ও নদী থেকে উদ্ধার হল আসানসোলের আইনজীবীর দেহাবশেষ ৷ তাঁর খুনে অভিযুক্ত শ্বশুরকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ৷

Asansol Lawyer Murder
Asansol Lawyer Murder

অভিযুক্ত শ্বশুরকে নিয়ে খুনের পুনর্নির্মাণ

আসানসোল/অন্ডাল, 16 জুন: "আমার মেয়ের সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হচ্ছিল । মাথার ঠিক রাখতে পারিনি ৷ থাপ্পড় মারি জামাইকে । ও পড়ে যায় । তারপর পা দিয়ে কানের কাছেও মেরেছিলাম । তখনই ও মারা যায় ।" অকপট স্বীকারোক্তি আসানসোলের আইনজীবী ব্রজেশ্বর দাস হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্বশুর তারকনাথ দাসের ।

ব্রজেশ্বর দাসকে খুন করে তাঁকে পুড়িয়ে দেহাবশেষ পুকুর এবং নদীতে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর স্ত্রী শম্পা দাস ও শ্বশুরমশাই তারকনাথ দাসের বিরুদ্ধে । শুক্রবার শ্বশুর তারকনাথ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল আসানসোল দক্ষিণ থানা এবং অন্ডাল থানার পুলিশ । অন্ডাল থানার খাসকাজোড়ার আজিরবাগান এলাকায় একটি পুকুরে এবং স্থানীয় সিঙ্গারন নদীতে পোড়ানোর পর দেহাবশেষ ফেলে দেওয়া হয়েছিল । শুক্রবার অভিযুক্ত তারকনাথ দাসকে নিয়ে গিয়ে পুকুর ও নদী থেকে দেহের অংশ তোলা হয় । পাশাপাশি অন্ডালের খাসকাজোড়া আজিরবাগানে তারকনাথ দাসের বাড়িতে যেখানে পোড়ানো হয়েছিল ব্রজেশ্বর দাসকে, সেখানেও তাঁকে নিয়ে গিয়ে কীভাবে তিনি দেহ পুড়িয়েছিলেন তা পুনর্নির্মাণ করে পুলিশ ।

আসানসোল আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন ব্রজেশ্বর দাস । আসল বাড়ি বাঁকুড়াতে হলেও কাজের জন্যই আসানসোলের গোধূলি রোডে একটি আবাসন নিয়ে থাকতেন । স্ত্রী শম্পা দাস এবং তাঁর দুই সন্তান ছিল । কিন্তু স্ত্রীর সঙ্গে বহুকাল যাবত বনিবনা হচ্ছিল না ব্রজেশ্বর দাসের । গত 10 জুন আসানসোল দক্ষিণ থানায় ব্রজেশ্বর দাসের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন শম্পা । তারপর থেকেই ব্রজেশ্বরের আর কোনও সন্ধান পাওয়া যায়নি । কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় । ব্রজেশ্বরের আত্মীয়দের সঙ্গে কথা বলে শম্পা দাসকে জেরা করে পুলিশ । জেরার মুখে ভেঙে পড়েন শম্পা দাস । তিনি স্বীকার করে নেন যে, তিনি এবং তাঁর বাবা মিলেই ব্রজেশ্বর দাসকে খুন করে পুড়িয়ে দেহাবশেষ পুকুরে ও নদীতে ফেলে দিয়েছেন ।

আরও পড়ুন: নেপথ্যে অন্য সম্পর্ক ? আইনজীবীকে খুনের পর পেট্রল জ্বেলে পোড়াল স্ত্রী ও শ্বশুর

সেইমতো গ্রেফতার করা হয় শম্পা দাস এবং তাঁর বাবা তারকনাথ দাসকে । শুক্রবার সেই ঘটনার পুনর্নির্মাণ করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং অন্ডাল থানার পুলিশ । স্থানীয় একটি পুকুর এবং সিঙ্গারন নদী থেকে উদ্ধার করা হল দেহাবশেষ । যদিও তারকনাথ দাসকে জিজ্ঞাসা করতে গেলে তিনি তাঁর নিজের মেয়েকে বাঁচিয়েই জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে ব্রজেশ্বর দাসকে তিনিই খুন করেছেন । স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল । সেই সময়ই ব্রজেশ্বর দাসকে নাকি থাপ্পড় মেরেছিলেন তারকনাথ দাস । তাতে ব্রজেশ্বর মাটিতে পড়ে গেলে পা দিয়ে তাঁর কানের কাছে আঘাত করে তাঁকে থেঁতলে মেরে ফেলেন তারকনাথ । এমনটাই দাবি করেন ওই বৃদ্ধ । খুনের সময় মেয়ে সামনে থাকলেও আসানসোল থেকে বস্তায় ভরে মৃতদেহ নিয়ে এসে খাসকাজোড়ার আবাসনে তিনি একাই মৃতদেহ পুড়িয়েছিলেন এবং বস্তায় করে সেই দেহাবশেষে নিয়ে গিয়ে নদীতে ও পুকুরে একাই ছড়িয়ে ছিলেন বলে তারকনাথের দাবি । যদিও পুলিশ ঘটনার তদন্ত করছে । খুনের মোটিভ এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত শেষেই জানা যাবে ।

Last Updated : Jun 16, 2023, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.