ETV Bharat / state

পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে 21টি বোমা উদ্ধার

author img

By

Published : Apr 28, 2021, 8:11 AM IST

Updated : Apr 28, 2021, 9:53 AM IST

নির্বাচনের পরও ভোট পরবর্তী উত্তেজনা অব্যাহত জামুড়িয়াতে ৷ 27 এপ্রিল ভোট হয়ে যাওয়ার পরও গতকাল বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

পান্ডবেশ্বরের খোট্টাডিহিতে 21 টি বোমা উদ্ধার
পান্ডবেশ্বরের খোট্টাডিহিতে 21 টি বোমা উদ্ধার

দুর্গাপুর, 28 এপ্রিল : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণভাবে জামুড়িয়াতে 26 এপ্রিল ভোট মিটেছে ৷ তারপরও বজায় রয়েছে ভোট পরবর্তী উত্তেজনা ৷ এবার জামুড়িয়া বিধানসভার খোট্টাডিহি ডাঙাল পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হল 21 টি বোমা ৷

এলাকাটি পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা। প্রায়শই এখানে রাজনৈতিক হিংসা , বোমা উদ্ধারের মতো ঘটনা লেগেই থাকে ৷ গত লোকসভা ভোটেও এই এলাকা থেকে একাধিকবার উদ্ধার হয়েছিল বোমা ৷ গতকাল স্থানীয়রাই প্রথম এলাকার একটি ফাঁকে মাঠে বোমাগুলি দেখতে পায় ৷ পরে তারা পাণ্ডবেশ্বর থানায় খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ পরে পুলিশ খবর দেয় বম্ব স্কোয়াডে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷

পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে 21টি বোমা উদ্ধার

আরও পড়ুন : নজরবন্দিতেও অনুব্রতের মুখে খেলা হবে বুলি

বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করেছে ৷ জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও বিজেপির স্থানীয় নেতা এই বোমা উদ্ধারকে ঘিরে একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছেন ৷ ঘটনার জেরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

Last Updated : Apr 28, 2021, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.