ETV Bharat / state

প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি সমর্থকদের

author img

By

Published : Mar 20, 2021, 1:39 PM IST

অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা দীপ্তাংশু চৌধুরীর প্রার্থিপদ বাতিলের দাবিতে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে ইতিমধ্যেই লিখিত আকারে জানিয়েছেন । কয়েকশো বিজেপির নেতা কর্মীরা তাতে স্বাক্ষর করেন । তাদের অভিযোগ কর্নেল দীপ্তাংশু চৌধুরী মাত্র কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । তাকে কেউ চেনে না । তার কোনও সংগঠন নেই । তাই দুর্গাপুর পূর্ব কেন্দ্রে বিজেপি অবধারিত পরাজিত হবে এমন দাবিও করে বসলেন বিজেপির দুর্গাপুরের অন্যতম প্রধান মুখ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ।

বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়
বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর, 20 মার্চ : গেরুয়া শিবিরের পক্ষ থেকে চতুর্থ দফার দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ এলাকার বিজেপি সমর্থকরা । বিজেপির তরফ থেকে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে । তারপর থেকেই ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা আওয়াজ তোলেন দীপ্তাংশু চৌধুরীকে তারা প্রার্থী হিসেবে মেনে নেবেন না তারা।

এদিন দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যাসাগর এভিনিউয়ে বিজেপির শ্রমিক সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ নেতাকর্মীরা । দুর্গাপুর পুর্ব কেন্দ্র থেকে ক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা অমিতাভ বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী হিসেবে দাঁড় করানোর আবেদন জানিয়েছে । অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা দীপ্তাংশু চৌধুরীর প্রার্থিপদ বাতিলের দাবিতে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে ইতিমধ্যেই লিখিত আকারে জানিয়েছেন । কয়েকশো বিজেপির নেতা কর্মীরা তাতে স্বাক্ষর করেন । তাদের অভিযোগ কর্নেল দীপ্তাংশু চৌধুরী মাত্র কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । তাকে কেউ চেনে না । তার কোন সংগঠন নেই । তাই দুর্গাপুর পূর্ব কেন্দ্রে বিজেপি অবধারিত পরাজিত হবে এমন দাবিও করে বসলেন বিজেপির দুর্গাপুরের অন্যতম প্রধান মুখ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ।

বিজেপির শ্রমিক সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিতেই সিআইডির জালে কয়লা মাফিয়া

অন্যদিকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী বেশ কিছু বিজেপি নেতা কর্মীদেরকে নিয়ে প্রচারে নেমে পড়েছেন । দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থীকে নিয়ে দ্বিধা-বিভক্ত গেরুয়া শিবির । তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন," আমাদের গোডাউন থেকে ফেলে দেওয়া পচা আলু এখন বিজেপির কাছে হীরের টুকরো । এরাই নাকি রাজ্যকে সোনার বাংলা বানাবেন ? তৃণমূলের ছাট মাল যে বিজেপির ভরসা এটাই তার উদাহরণ । আদি বিজেপি কর্মীদের জন্য কষ্ট হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.