ETV Bharat / state

Sand Mafia : বে-আইনি বালি কারবারে ধৃত কেবুর অফিসে তল্লাশি, বাজেয়াপ্ত একাধিক নথি

author img

By

Published : Aug 26, 2021, 10:56 PM IST

তল্লাশি চালানোর সময় একাধিক কাগজপত্র খতিয়ে দেখে তারা ৷ সেখান থেকে একাধিক তথ্য হাতে এসেছে পুলিশের ৷ শুধু অফিস নয় ৷ কেবুকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় তারা ৷

ধৃত কেবুর অফিসে তল্লাশি
ধৃত কেবুর অফিসে তল্লাশি

দুর্গাপুর, 26 অগস্ট : অবৈধ বালি কারবারের অভিযোগে ধৃত সুজয় পাল ওরফে কেবুর অস্থায়ী অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা ৷ আজ কেবুকে সঙ্গে নিয়েই দুর্গাপুরের নিউটাউনশীপ থানার ডিভিসি মোড়ের অস্থায়ী অফিসে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সেখানেই বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় তারা ৷

তল্লাশি চালানোর সময় একাধিক কাগজপত্র খতিয়ে দেখে তারা ৷ সেখান থেকে একাধিক তথ্য হাতে এসেছে পুলিশের ৷ শুধু অফিস নয় ৷ কেবুকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় তারা ৷ বে-আইনি বালি কারবারের সঙ্গে যুক্ত নঈমনগরের বাসিন্দা পারভেজ আলি,তার ভাই সহ আরও প্রায় 6 জনকে খুঁজছে পুলিশ ।ওরা সবাই পলাতক । এরা বিগত প্রায় এক দশক ধরে বে-আইনি বালি কারবারের সঙ্গে যুক্ত । বে-আইনি বালি ঘাট থেকে কোটি কোটি টাকার বালি চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করত।

আরও পড়ুন, Sand Mafia : দুর্গাপুরে গ্রেফতার বেআইনি বালি কারবারের 'বেতাজ বাদশা' কেবু

কাঁকসার অজয় ঘাট-সহ বেশ কয়েকটি ঘাট থেকে নিজস্ব নেটওয়ার্ক দিয়ে অবৈধ উপায়ে বালি চুরি তোলে এই কেবু ৷ ধীরে ধীরে এই অন্ধকার জগতের বেতাজ বাদশা হয়ে বসেছিল সে ৷ বেশ কিছুদিন ধরে এই কেবুকে ধরার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ওৎ পেতে বসেছিল ৷ মঙ্গলবার রাতে সেই ফাঁদে পা দেয় কেবু । এমএএমসি টাউনশিপ এলাকা থেকে গোয়েন্দা বিভাগ গ্রেফাতর করে কেবুকে ৷ আদালত তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.