ETV Bharat / state

Anubrata Delhi Journey: আরও জটিল হল অনুব্রতর দিল্লি যাত্রা, ফাঁপড়ে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ

author img

By

Published : Mar 5, 2023, 6:50 PM IST

Anubrata Mondal ETV Bharat
অনুব্রত মণ্ডল

আরও জটিল হয়ে পড়ল অনুব্রত মণ্ডলের (Anubrata Delhi Journey) দিল্লি যাত্রা ৷ ফাঁপড়ে পড়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ (Asansol Correctional home)৷

আসানসোল, 5 মার্চ: অনুব্রত মণ্ডলের (Anubrata Delhi Journey) দিল্লি যাত্রা নিয়ে ক্রমেই জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে । একদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, এই মুহূর্তে তাদের পক্ষে সুরক্ষা দিয়ে অনুব্রতকে নিয়ে যাওয়া সম্ভব নয় । ইডি পালটা জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া তাদের দায়িত্বও নয় ।

তাহলে কীভাবে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ (Asansol Correctional home) অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) পেশ করাবে ? ফাঁপড়ে পড়ে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ আইজি কারা দফতরকে চিঠি দিয়ে পরিস্থিতির কথা জানিয়েছে । সোমবার আসানসোল সিবিআই আদালতেরও দ্বারস্থ হবে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ । আর এই জটিলতায় অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ল ।

ইডি হেফাজতে নিতে চায় অনুব্রত মণ্ডলকে । সেই কারণে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সমন জারি করেছে অনুব্র‍ত মণ্ডলকে পেশ করানোর জন্য । নিয়মমাফিক আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষকেই অনুব্রত মণ্ডলকে নিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করাতে হবে । অন্যদিকে, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতার কোনও কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে তারপর দিল্লি নিয়ে যেতে হবে ।

আরও পড়ুন: শুনশান জেল চত্বর, সক্রিয়তা নেই, ধোঁয়াশা কেষ্ট'র দিল্লি যাত্রা নিয়ে

সেই মোতাবেক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ দুবার বাহিনী চেয়ে আবেদন করে । কিন্তু জেল সূত্র থেকে জানা যাচ্ছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে সুরক্ষা দিয়ে অনুব্রত মণ্ডলকে কলকাতা নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় । বিষয়টি ইডিকে জানায় আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ । ইডিও হাত তুলে দিয়ে জানায়, অনুব্রতকে নিয়ে যাওয়া তাদের দায়িত্ব নয় । আর তাতেই ফাঁপড়ে পড়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ ।

বাহিনী না পেলে তাদের পক্ষেও অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লিতে পৌঁছনো সম্ভব নয় । আর এই জটিলতা সৃষ্টি হতেই, কারা দফতরের আইজিকে চিঠি দিয়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ । পাশাপাশি সোমবার আসানসোল সিবিআই আদালতেও বিষয়টি জানানো হবে বলে আসানসোল সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে । আর এই জটিলতাতেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল । কীভাবে আর কবে দিল্লি যাবেন অনুব্রত, সে বিষয়ে কেউই কোনও সম্যক ধারণা দিতে পারছেন না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.